বুচা : ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে যুদ্ধ  পরিস্থিতি। একের পর এক প্রাণহীন দেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে ইউক্রেনের ( Ukraine ) মাটিতে। তবুও যুদ্ধ থামার নাম নেই। ভয়ঙ্কর হয়ে উঠছে রুশ আক্রমণ। ক্ষেপণাস্ত্রের আঘাতে ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে সাধারণের দেহ।

এই পরিস্থিতিতে ইউক্রেনে রাশিয়ার (Russia) বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলে ফের সরব হলেন সে দেশের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেনস্কি ( Volodymyr Zelenskyy )  । রুশ সেনা পিছু হটার পর ইউক্রেনের বুচায় (Bucha) দেখা গিয়েছে গণকবর।  সেই প্রেক্ষিতে জেলেনস্কি বলেছেন, অবfলম্বে রাশিয়ার যুদ্ধাপরাধ বন্ধ করতে হবে> 


একটার উপর আরেকটি লাশ পড়ে
ইউক্রেনের রাজধানীর সন্নিকটে বুচা শহরের একটি রাস্তায় কমপক্ষে ২০ জন সাধারণ মানুষের প্রাণহীন দেহ দেখা গিয়েছে।  কোনও দেহ ফুটপাথের উপর মুখ থুবড়ে পড়ে আছে , আবার একটার উপর আরেকটি লাশ পড়ে থাকার নির্মম ছবিও ধরা পড়েছে। যুদ্ধবিধ্বস্ত বুচার দৃশ্য বড়ই মর্মান্তিক। 


সাদা কাপড়ের টুকরো দিয়ে পিঠের পিছনে একটি দেহের হাত বাঁধা। আরেকটি লাশ ঘাসের ধারে সাইকেলে আটকে। কোনও প্রাণহীন দেহ আবার রাস্তার মাঝখানে, পোড়া গাড়ির মধ্যে দগ্ধ অবস্থায় আটকে। 


বুচায় গণকরব গির্জায়
বুচায় হত্যাকাণ্ডের মর্মান্তিক চিত্রগুলি শনিবার এজেন্সি ফ্রান্স-প্রেস প্রকাশ্যে আনে।  


বুচা শহরে টানা রুশ মিসাইল দিয়ে আক্রমণ চলেছে। বেঘোরে গিয়েছে সাধারণের প্রাণ। এরই মধ্যে  ইউক্রেনের বুচা ( Bucha) শহরে ধরা পড়েছে এক ভয়াবহ চিত্র।  স্যাটেলাইট চিত্রে দেখা গিয়েছে, ইউক্রেনের একটি গির্জা সংলগ্ন মাটিতে খনন করা একটি ৪৫-ফুট লম্বা একটি গর্ত। মনেই হচ্ছে এটি একটি গণকবরের গহ্বর।  এই সপ্তাহে রাশিয়ান বাহিনী বুচা শহর থেকে সেনা প্রত্যাহার করার পরে একটি গণকবর পাওয়া গিয়েছে, রবিবার একটি বেসরকারি মার্কিন সংস্থা Maxar Technologies এই ছবি প্রকাশ্যে এনেছে। 

আরও পড়ুন :


প্রাণে বাঁচতে সীমান্তে আসতেই বিষম্যের শিকার অইউক্রেনীয়রা ! সক্রিয় নারী-শিশু পাচার চক্র!