কিভ: নিরাপদে দেশ ছাড়ার প্রস্তাব পেয়েও রাজি হননি প্রেসিডেন্ট। তাঁরাই বা পিছিয়ে থাকেন কী করে। তাই রুশ আগ্রাসন (Russia Ukraine War) রুখতে অস্ত্রশস্ত্র হাতে রাস্তায় নামতে দ্বিধা করছেন না সাধারণ ইউক্রেন বাসী (Russia Ukraine War News)। তাতে নয়া সংযোজন প্রাক্তন মিস গ্র্যান্ড ইউক্রেন আনাস্তেসিয়া লেনা (Anastasiia Lenna)। হাই হিলস ছেড়ে অস্ত্র হাতে, সেনার পেশাকে তিনি নিজের ছবি পোস্ট করেন নেটমাধ্যমে। তবে সত্যই সত্যিই সেনাবাহিনীতে যোগ দেননি তিনি, বরং মানুষকে অনুপ্রাণিত করতেই সেনা বাহিনীর মক-টেস্ট থেকে একটি ছবি পোস্ট করেন।
রাশিয়া সরকার ইউক্রেনে সেনা অভিযানের ঘোষণার পরই ইনস্টাগ্রামে নিজের ওই ছবি পেস্ট করেন আনাস্তেসিয়া। তাতে লেখেন, ‘আক্রমণের উদ্দেশ্য নিয়ে যে বা যাঁরা ইউক্রেন সীমান্ত পেরিয়ে ঢুকবে, তাঁদের মৃত্যু অবধারিত।’ তাতে শোরগোল পড়ে যায় সর্বত্র। দেশ-বিদেশের সংবাদমাধ্যমেও ফলাও করে খবর বেরোয় তা নিয়ে। কিন্তু নেটমাধ্যমের একাংশ তা নিয়ে প্রশ্ন তোলেন।
এ নিয়ে প্রথমে মুখ না খুললেও, পরে নিজের পোস্ট নিয়ে সাফাই দেন আনাস্তেসিয়া। জানান, ইউক্রেনের সাধারণ মানুষকে অনুপ্রাণিত করতেই ওই ছবি পোস্ট করেন তিনি। পরনের সেনার পোশাক, হাতের আগ্নেয়াস্ত্র নিয়ে সাফাই দিয়ে জানান, এয়ারসফ্ট খেলোয়াড় তিনি। সেখানেই ওই পোশাকে ছবি তোলেন।
উল্লেখ্য, এয়ারসফ্ট হল এক ধরনের কর্মসূচি, যেখানে খেলার ছলে সেনাবাহিনীর কায়দায় ট্রেনিং দেওয়া হয় সাধারণ মানুষকে। তার জন্য প্লাস্টিকের গুলি নিয়ে প্রশিক্ষণ নেন খেলোয়াড়রা। সাধারণ মানুষকে সেনাবাহিনীর পরিশ্রম, শারীরিক কর্মক্ষমতা বোঝাতে পশ্চিমি দেশগুলিতে এই খেলা জনপ্রিয়। এমনকি প্রশিক্ষণরত ক্য়াডাররাও এয়ারসফ্ট কর্মসূচিতে যোগ দিয়ে নিজেদের আক্রমণের ধার বাড়ান।
২০১৫ সালে মিস গ্র্যান্ড ইউক্রেন খেতাব জেতেন আনাস্তেসিয়া। ১৩ বছর বয়স থেকে তিনি মডেলিং করছেন। ২০১৫ সালে মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল সৌন্দর্য প্রতিযোগিতাতেও অংশ নেন তিনি।
আরও পড়ুন: Russia Ukraine War: গোলার আঘাতে পুড়ে ছাই 'স্বপ্ন', কিভে বিশ্বের বৃহত্তম বিমান গুঁড়িয়ে দিল রাশিয়া
তবে শুধু লাস্যময়ী হিসেবে তাঁকে ছকে ফেলা মুশকিল। কারণ কিভের স্লাভিস্তিক ইউনিভার্সিটি থেকে মার্কেটিং এবং ম্যানেজমেন্টের ডিগ্রি রয়েছে তাঁর। পাঁচটি ভাষায় রপ্ত করেছেন নিজেকে। তুরস্কে অনুবাদক হিসেবেও কাজ করেছেন।
গত বৃহস্পতিবার রুশ সেনা ইউক্রেনে ঢুকতে শুরু করলে নেটমাধ্যমে দেশের নাগরিকদের উদ্বুদ্ধ করতে দেখা যায় আনাস্তেসিয়াকে। রুশ সেনাকে প্রতিহত করতে রাস্তার মোড় থেকে দিক নির্দেশকারী সাইনবোর্ড, মাইলফলক সরাতেও সকলকে আহ্বান জানান তিনি।