কিভ: ইউক্রেনের (Ukraine) রাজধানী কিভে (Kyiv) এবার রাশিয়ার বিমান হামলার (Air Strike) আশঙ্কা। কিভে শোনা গিয়েছে বিমান হামলার সাইরেন। ফলে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। রাশিয়া হামলা চালানোর পর থেকেই জারি হয়েছে কার্ফু ও সামরিক আইন। এরই মধ্যে বিমান হানার আশঙ্কা।


এতদিন মূলত ইউক্রেনের সেনা ছাউনি ও পূর্ব সীমান্তবর্তী শহরগুলিকেই নিশানা করে আসছিল রাশিয়া, কিন্তু রবিবার দানিলিভকায় একটি গ্যাস পাইপলাইনে রাশিয়ার সেনাবাহিনী বিস্ফোরণ ঘটায় বলে অভিযোগ। 


অন্যদিকে আবার ন্যাটোর লাগাতার চাপের মুখে দেশের সমস্ত পরমাণু প্রতিরোধ বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফলে রাশিয়া ইউক্রেনে পরমাণু হামলা চালাতে পারে বলেও আশঙ্কা তৈরি হয়েছে।


যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেন। রুশ কামান আর ক্ষেপণাস্ত্রের আঘাতে তছনছ মাথা গোঁজার ঠাঁই। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কিভ, খারকিভ, ওডেসার মতো শহর। এই পরিস্থিতিতেই পাল্টা আঘাত হানার দাবি করল ইউক্রেন। সংবাদ সংস্থা জানিয়েছে, ইউক্রেনের সেনাবাহিনীর দাবি, শনিবার তারা ধ্বংস করেছে কয়েকটি রাশিয়ান ট্যাঙ্ক, মিলিটারি ট্রাক ও গাড়ি। রবিবার আবার খারকিভ শহর থেকে রাশিয়ার সেনাবাহিনীকে বিতাড়িত করে এই শহরটি ফের নিজেদের দখলে আনার দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী।


জল-স্থল-আকাশ, তিনদিক ঘিরে ইউক্রেনের ওপর হামলা চালিয়েছে রাশিয়া। ক্রেমলিনের দাবি, ইউক্রেনের ৮২১টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে রুশ সেনা। ধ্বংস করা হয়েছে ইউক্রেনের ৭টি যুদ্ধবিমান, ৭টি হেলিকপ্টার, ৮৭টি ট্যাঙ্ক ও সাঁজোয়া গাড়ি। ২৮টি মাল্টিপল রকেট লঞ্চার উড়িয়ে দেওয়া হয়েছে। দক্ষিণ-পূর্ব ইউক্রেনের জেফোরজিয়া অঞ্চলের মেলিটোপোল শহর দখল করেছে রাশিয়া। খারকিভেও ধ্বংসের ছবি।


ইউক্রেন প্রশাসনের দাবি, খারকিভে শতাধিক রুশ সাঁজোয়া গাড়ি ধ্বংস করা হয়েছে। ভাসিলিকিভ শহরের কাছে ধ্বংস হয়েছে একটি রুশ বিমান। মৃত্যু হয়েছে শতাধিক রুশ সেনার। প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী। 


কিভে বিকেল পাঁচটা থেকে সকাল আটটা অবধি কার্ফু জারি হয়েছে। জারি করা হয়েছে সামরিক আইনও।