ওয়াশিংটন: ইউক্রেনে সেনা অভিযানের নির্দেশ দেওয়ার পরও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে (Vladimir Putin) প্রতিভাবান বলে উল্লেখ করেছিলেন তিনি। কিন্তু সেই অবস্থান থেকে এ বার ১৮০ ডিগ্রি ঘুলে গেলেন প্রার্কন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইউক্রেনের উপর রাশিয়ার আক্রমণকে ভয়ঙ্কর বলে উল্লেখ করলেন তিনি (Russia Ukraine War)। একই সঙ্গে রাশিয়া-ইউক্রেন সংঘাতে উত্তরসূরি জো বাইডেনের (Joe Biden_) ভূমিকার তীব্র সমালোচনা করলেন (Donald Trump on Russia Ukraine War)।  


এ যাবৎ রাশিয়ার বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা চাপালেও ইউক্রেনে সেনা পাঠানো থেকে বিরতই থেকেছেন বাইডেন। যদিও আমেরিকার উস্কানিতেই যুদ্ধ পরিস্থিতি দেখা দিয়েছে বেল দাবি কূটনীতিকদের একাংশের এবং রাশিয়ারও। সেই পরিস্থিতিতে ফ্লোরিডার সভা থেকে এ নিয়ে মুখ খোলেন ট্রাম্প। তাঁর কথায়, ‘‘ইউক্রেনের উপর রাশিয়ার হামলা ভয়ঙ্কর। এই তাণ্ডব এবং নৃশংসতা ঘটতে দেওয়াই উচিত হয়নি। কখনও এমনটা হতে দেওয়া উচিত ছিল না। ইউক্রেনের সাধারণ মানুষের জন্য প্রার্থনা করছি আমরা।’’


বর্তমানে তিনি হোয়াইট হাউসে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেত না বলেও দাবি করেন ট্রাম্প। চোখের সামনে সব হতে দেখেও বাইডেন পুতিনকে আটকানোর কোনও চেষ্টা করেননি বলে অভিযোগ করেন তিনি। তাঁর মতে হামলায় পুতিনকে ছাড় দেওয়া শুধু ইউক্রেনের সঙ্গে প্রতারণা নয়, মানবতার উপর আঘাত হানার সমান। ট্রাম্পের কথায়, ‘‘অত্যন্ত দুঃখের বিষয়। বাইডেনকে ঢোল বানিয়ে বাজিয়ে যাচ্ছেন পুতিন। এই দৃশ্য মোটেও মধুর নয়।’’



আরও পড়ুন: Russia Ukraine War:খারকিভে গ্যাসের পাইপ লাইন ওড়াল রাশিয়া, ভিজে কাপড়ে জানলা-দরজা ঢাকার আর্জি ইউক্রেনের


বৃহস্পতিবার সকাল থেকে একনাগাড়ে ইউক্রেনের উপর আঘাত হেনে চলেছে রাশিয়া। এই অসম যুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে হিমশিম খাচ্ছে ইউক্রেন। তা সত্ত্বেও সেনাবাহিনীর সঙ্গে মাটি আঁকড়ে পড়ে রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি। আমেরিকার তরফে তাঁকে নিরাপদে দেশ ছাড়ার প্রস্তাব দেওয়া হলেও, তা ফিরিয়ে দিয়েছেন তিনি। বরং শেষ রক্তবিন্দু দিয়ে দেশকে রক্ষা করবেন বলে জানিয়েছেন। 


এ হেন জেলেনস্কির প্রশংসা করতে শোনা যায় ট্রাম্পকে। জেলেনস্কি অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছেন, আদর্শ নেতার মতো আচরণ করেছেন বলে মন্তব্য করেন ট্রাম্প।