নয়া দিল্লি: ইউক্রেনকে আক্রমণ করা নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন রাশিয়ার কিংবদন্তী দাবাড়ু গ্যারি কাসপারভ। রাশিয়ার এই যুদ্ধ পদক্ষেপের তুমুল নিন্দা করেছেন তিনি। বিশ্বখ্যাত দাবাড়ু বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের 'মিথ্যে কথা বলার বিশাল রেকর্ড রয়েছে।' 


ইউক্রেনের আকাশ দাপাচ্ছে ফিক্সড-উইং রাশিয়ান বম্বার। যখন তখন ধেয়ে আসছে Mi-8 হেলিকপ্টার। কিভের রাজপথে রাশিয়ান T-72 ট্যাঙ্কের সারি। রাত-বিরেতে গর্জে উঠছে রুশ কামান! ক্ষেপণাস্ত্রের আঘাতে তছনছ মাথা গোঁজার ঠাঁই। রাশিয়ার কিংবদন্তী দাবাড়ু গ্যারি কাসপারভ ভ্লাদিমির পুতিনের যুদ্ধংদেহী মনোভাবের খোলাখুলি সমালোচনা করেছেন। 


এক জাতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় গ্যারি কাসপারভ বলেন, "পুতিনের চরিত্রের একটি বিশেষ দিক হল মিথ্যে কথা বলার। তাঁর মিথ্যা বলার দীর্ঘ রেকর্ড রয়েছে। নিজের সুবিধার জন্য সবকিছুকে এদিক ওদিক করে দিতে পারেন পুতিন।" গ্যারির কথায়, "ভ্লাদিমির পুতিন কখনোই ইউক্রেনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেননি। রাশিয়ান প্রোপাগান্ডা হল ইউক্রেনের অস্তিত্বকে অস্বীকার করা।"                       


আরও পড়ুন, অবিলম্বে যুদ্ধ বন্ধ হোক, আলোচনার মাধ্যমে শান্তি ফেরানোর জন্য ইউক্রেনকে বার্তা মোদির


কিংবদন্তী দাবাড়ুর কথায়, পুতিন যে দৃষ্টিভঙ্গি নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন তা খুব সহজেই এড়ানো যেত। কিন্তু রাশিয়ান প্রেসিডেন্ট যুদ্ধের জন্যই প্রস্তুতি নিচ্ছিলেন। এরপর চিন-তাইওয়ান যুদ্ধও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গ্যারি।


যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেন। রুশ কামান আর ক্ষেপণাস্ত্রের আঘাতে তছনছ মাথা গোঁজার ঠাঁই! ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কিভ, খারকিভ, ওডেসার মতো শহর। এই পরিস্থিতিতেই পাল্টা আঘাত হানার দাবি করল ইউক্রেন। সংবাদ সংস্থা জানিয়েছে, ইউক্রেনের সেনাবাহিনীর দাবি, শনিবার তারা ধ্বংস করেছে কয়েকটি রাশিয়ান ট্যাঙ্ক, মিলিটারি ট্রাক ও গাড়ি।