কিভ: যুদ্ধ থামানোর জন্য সোমবারই আলোচনায় বসতে চলেছে রাশিয়া (russia) ও ইউক্রেন (ukraine)। তারমধ্যেই নাগাড়ে হামলা চলছে ইউক্রেনের মাটিতে। একাধিক আবাসিক বহুতলে রাশিয়া মিসাইল হামলা করেছে বলে অভিযোগ ইউক্রেনের। ইউক্রেনের রাজধানী কিভের একটি বহুতলে হামলার জেরে মৃত্যু হয়েছে সাধারণ নাগরিকেরও। জখম বেশ কয়েকজন বাসিন্দা। অভিযোগ কিভের প্রশাসনের। মিসাইলের আঘাতে আগুন ধরে যায় বহুতলে। দ্রুতগতিতে উদ্ধারকাজ শুরু করে সেনা ও ইউক্রেনের বিপর্যয় মোকাবিলা বাহিনী। কিভের অ্যান্তোনভ (antonov airport) বিমানবন্দরেও রাশিয়া হামলা চালিয়েছে বলে অভিযোগ। ইউক্রেনের আরেকটি শহর মারিউপুলেও লাগাতার হামলা  চলেছে বলে অভিযোগ। ইউক্রেনের (ukraine) দাবি, ওই শহরে একটি হাসপাতালে (hospital) হামলা হয়েছে। ওই হাসপাতালে বোমার হামলায় এক প্রসূতি মারা গিয়েছেন বলে অভিযোগ ইউক্রেনের। 


যুদ্ধের শুরু থেকেই জনবসতি এলাকায় হামলা চালানো হচ্ছে বলে রাশিয়ার (russia) বিরুদ্ধে অভিযোগ করে এসেছে ইউক্রেন। বিমান হামলায় (air raid) প্রায় ছারখার ইউক্রেনের একাধিক শহর। সোমবার ইউক্রেনের অধিকাংশ প্রদেশেই নাগাড়ে বেজেছে এয়ার রেইড সাইরেন। পরিস্থিতি সামলাতে গোটা ইউক্রেনের আকাশকে নো-ফ্লাই জোন (no fly zone) ঘোষণা করার আবেদন জানিয়েছেন সেদেশের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। এর আগেও এই দাবি জানিয়েছিলেন তিনি। যদিও সেবার সেই দাবি মানেনি ন্যাটো (nato)। পরে আবার একই দাবি করেছেন জেলেনস্কি। 


যুদ্ধ বন্ধ করার জন্য নানাভাবে চাপ সৃষ্টি চলছে রাশিয়ার উপর। পশ্চিমী দুনিয়া নানাভাবে রাশিয়ার উপর একাধিক নিষেধাজ্ঞা চাপিয়েছে। সেনা (army) নামিয়ে সরাসরি যুদ্ধ না করলেও রাশিয়াকে আর্থিকভাবে দুর্বল করতে একাধিক পদক্ষেপ (sanction) নিয়েছে আমেরিকা, ব্রিটেন-সহ ইউরোপের একাধিক দেশ। UN-এ যে দেশগুলি রাশিয়ার বিরুদ্ধে ভোটদান থেকে বিরত থেকেছে, তারাও আলোচনার মাধ্যমে শান্তি (peace) প্রক্রিয়া আনার বার্তা দিয়েছে। বারবার আলোচনা চললেও শান্ত হচ্ছে না ইউক্রেন। 


আরও পড়ুন: চিনের কাছে সাহায্য চাইছে রাশিয়া? সতর্ক আমেরিকা