Russia-Ukraine War Live Updates: মারিউপোলে অস্ত্র সমর্পণের প্রস্তাব প্রত্যাখান ইউক্রেনের
Russia-Ukraine War Live: চোখ রাখুন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের আপডেটে...
রাশিয়ার কাছে কোনওভাবেই আত্মসমর্পণ নয়, ঘোষণা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। কিভ, মারিউপোল ও খারকিভে রুশ সেনার সামনে মাথা নত করা হবে না বলেও জানালেন তিনি।
যুদ্ধের ২৬তম দিনেও কিভ, মারিউপোলে লাগাতার রুশ হামলা। লাগাতার রুশ হামলার মুখে কার্যত মৃত্যুপুরী মারিউপোল। মারিউপোল অবরুদ্ধ করার চেষ্টায় রাশিয়া, লাগাতার হামলা। রুশ হামলার মুখে মারিউপোল ছেড়ে পালাচ্ছেন ইউক্রেনীয়রা।
এখনও পর্যন্ত মারিউপোলেই অন্তত আড়াই হাজার মানুষের মৃত্যু।
ইউক্রেন পরিস্থিতি নিয়ে রাশিয়ার সঙ্গে কথাবার্তা শুরু জাপানের। আলোচনার ফল কী, তা নিয়ে অবশ্য এখনও কোনও আভাস পাওয়া যায়নি।
মারিউপোলে অস্ত্র সমর্পণের প্রস্তাব দিয়েছিল রাশিয়া। রুশ প্রশাসনের সেই প্রস্তাব প্রত্যাখান করল ইউক্রেন।
এ বছর অন্য কোনও দেশে বিজ্ঞান সম্মেলনে যোগ দেওয়া যাবে না, রাশিয়ার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে এই মর্মে নির্দেশিকা দিল রুশ সরকার।
ইনস্টাগ্রাম, ফেসবুক নিষিদ্ধ করল রাশিয়ার আদালত
মারিউপোল দখলের মরিয়া চেষ্টায় রাশিয়া
শিশুদের অপহরণ করা হচ্ছে, রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ ইউক্রেনের
ইউক্রেনের ওডেসা শহরে জনবসতি এলাকা লক্ষ্য করে হামলা
G7 বৈঠকের আগে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেনের সঙ্গে আলোচনা ইতালির।
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে দলে দলে মানুষ চলে আসছেন হাঙ্গেরিতে। রাখা হয়েছে শরণার্থী শিবিরে। বুদাপেস্টে যাদের পরিচিতরা আছেন, তাদের কাছে শরণার্থীদের পৌঁছে দেওয়া হচ্ছে বাসে করে। বাকিরা রয়ে যাচ্ছেন BOK শরণার্থী শিবিরেই।
রুশ হামলার মুখে মারিউপোল ছেড়ে পালাচ্ছেন ইউক্রেনীয়রা। এখনও পর্যন্ত মারিউপোলেই অন্তত আড়াই হাজার মানুষের মৃত্যু।
লাগাতার রুশ হামলার মুখে কার্যত মৃত্যুপুরী মারিউপোল
রাশিয়ার সঙ্গে বাণিজ্য বন্ধের জন্য ইউরোপকে আহ্বান জেলেনস্কির।
রুশ মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা চলাকালীন কোনও যুদ্ধবিরতি হবে না।
কিভে রাতভর রুশ ক্ষেপণাস্ত্রের হানা, অন্তত ৬ জনের মৃত্যু
কিভে ফের কার্ফু ঘোষণা মেয়রের। মঙ্গলবার দোকানপাট, ফার্মেসি ও পেট্রোল স্টেশন খুলবে না।
রাশিয়ার তেল আমদানিেত নিষেধাজ্ঞার প্রভাব পড়বে সবার উপর, মত মস্কোর
লুহানস্কের ক্রেমিন্না শহরের একটি নার্সিংহোমে রুশ ট্যাঙ্কের হামলায় ৫৬ জন বয়স্ক আবাসিকের মৃত্যু হয়েছে
বন্দর শহর সেভাস্তোপোলে পাল্টা হামলায় মৃত্যু হয়েছে কৃষ্ণসাগরে রুশ নৌবহরের এক সিনিয়র কম্যান্ডারের। দাবি ইউক্রেনের।
ইউক্রেনের লুহানস্কের ক্রেমিন্না শহরের একটি নার্সিংহোমে রুশ ট্যাঙ্কের হামলায় ৫৬ জন বয়স্ক আবাসিকের মৃত্যু হয়েছে। যুদ্ধের ভয়াবহতার মাঝেই সুমি শহরে একটি কেমিক্যাল প্লান্টে অ্যামোনিয়া গ্যাস লিক হওয়াকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে।
রাশিয়ার আগ্রাসনের পর আপনারা আর নিরপেক্ষ থাকবেন না। ইউরায়েলের কাছে আবেদন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। তাঁর দেশের পাশে দাঁড়ানোর সময় এসে গেছে ইহুদিদের কাছে, বার্তা জেলেনস্কির।
সংসদে বক্তব্য রাখার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সমর্থন জানাল ইজরায়েলিয়রা। জেলেনস্কি ভার্চুয়ালি ইজরায়েলের সংসদের বক্তব্য রাখার সময় তাঁর কথা শুনতে তেল আভিভে জমায়েত করেন ইজরায়েলের বহু সাধারণ মানুষ।
যুদ্ধের তীব্রতা বাড়াচ্ছে রাশিয়া। রাতে ইউক্রেনে নাগাড়ে বোমাবর্ষণ রুশ বাহিনীর। মৃত অন্তত ৬জনের।
ইউক্রেনের স্কুলে বোমাবর্ষণ রাশিয়ার। ঘটনাটিকে "জঙ্গি কার্যকলাপ" বলে সরব হলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
কর্ণাটকের হাভেরি জেলায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হল নবীন শেখারাপ্পার দেহ। ভেঙে পড়ে গোটা পরিবার। তাঁকে শেষবিদায় জানাতে হাজির হন স্থানীয়রা।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আঁচ লাগল আন্তর্জাতিক তেলের বাজারেও। ভারতে শিল্পক্ষেত্রে ডিজেলের দাম বাড়ল লিটারে ২৫ টাকা। অন্যদিকে, বিশ্ববাজারে ৪০ শতাংশ পর্যন্ত বেড়েছে অপরিশোধিত তেলের দাম। তবে সূত্রের খবর, খুচরো ক্রেতাদের চিন্তার কারণ নেই। পেট্রোল পাম্পগুলিতে এই দাম অপরিবর্তিতই থাকবে। পাইকারি বাজারে ডিজেলের দাম বাড়ায় পেট্রোল পাম্পের বিক্রি পাঁচগুণ বেড়ে গিয়েছে। বড় বড় সংস্থাগুলি যাদের চাহিদা বেশি, তারা তেল সংস্থার থেকে তেল না কিনে এই পেট্রোল পাম্পগুলিতে ভিড় বাড়াচ্ছে। ফলে বিক্রি কমেছে বেসরকারি তেল বিপণনকারী সংস্থাগুলির। বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা
মারিউপোলেও লাগাতার গোলাবর্ষণ চলছে। প্রাণ বাঁচাতে ধ্বংসস্তূপের মধ্যেই আশ্রয় নিচ্ছেন বহু মানুষ। এদিকে, বন্দর শহর মারিউপোলে আজকের মধ্যে আত্মসমর্পণের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। আত্মসমর্পণের প্রশ্নই নেই, পাল্টা জবাব ইউক্রেনের।
লাগাতার রুশ হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের একাধিক শহর। যুদ্ধের কারণে গৃহহীন ১০ লক্ষ মানুষ, যা নিয়ে উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ। এই পরিস্থিতিতে রাশিয়া-ইউক্রেন শান্তি বৈঠকে মধ্যস্থতা করতে রাজি বলে জানাল সুইৎজারল্যান্ড। আজ ইউক্রেন-পোল্যান্ড সীমান্ত পরিদর্শনে যাবেন সুইস প্রেসিডেন্ট ইগনাসিও ক্যাসিস। চলতি সপ্তাহে ইউরোপ সফরে গিয়ে পোল্যান্ডে যাবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
ইউক্রেন যুদ্ধের ২৬তম দিনেও অব্যাহত রুশ হামলা। লুহানস্কের ক্রেমিন্না শহরের একটি নার্সিংহোমে রুশ ট্যাঙ্কের হামলায় ৫৬ জন বয়স্ক আবাসিকের মৃত্যু হয়েছে। রাজধানী কিভে রাতভর রুশ ক্ষেপণাস্ত্রের হানা। ক্ষতিগ্রস্ত একটি বহুতল। রাশিয়া পরিকল্পিতভাবেই জনবসতির ওপর হামলা চালাচ্ছে বলে দাবি ইউক্রেনের। মারিউপোলেও লাগাতার গোলাবর্ষণ চলছে। প্রাণ বাঁচাতে ধ্বংসস্তূপের মধ্যেই আশ্রয় নিচ্ছেন বহু মানুষ। এদিকে, বন্দর শহর মারিউপোলে আজকের মধ্যে আত্মসমর্পণের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। আত্মসমর্পণের প্রশ্নই নেই, পাল্টা জবাব ইউক্রেনের।
২৫ মার্চ পোল্যাল্ডের ওয়ারশ যাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে পোল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। ইউক্রেনে বিনা প্ররোচনায় রাশিয়ার হামলার পর কীভাবে ইউক্রেনকে আমেরিকা ও তার সঙ্গী দেশ সাহায্য করছে, তা জানাবেন বাইডেন।
ইউক্রেনে গোলাগুলিতে মৃত ভারতীয় ছাত্র নবীন শেখারাপ্পার দেহ ফিরল বেঙ্গালুরুতে। সোমবার ভোররাত ৩টেয় বেঙ্গালুরু বিমানবন্দরে আসে তাঁর দেহ। সেখানে ছিলেন নবীনের পরিবারের সদস্যরা, কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই ও সরকারি আধিকারিকরা। নবীনের মৃতদেহে ফুলের মারা পরিয়ে সম্মান জানানো হয়। বিমানবন্দর থেকে হাভেরি জেলায় গ্রামের বাড়িতে পাঠানো হয় দেহ।
ইউক্রেনের মারিউপোলে রাশিয়ার হামলায় ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে। অবরুদ্ধ লক্ষাধিক নাগরিক। এরই মধ্যে বন্দর শহর মারিউপোল আত্মসমর্পণের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। যদিও রুশ বাহিনীর হুঁশিয়ারি উড়িয়ে আত্মসমর্পমণ করবে না বলে জানিয়ে দিয়েছে ইউক্রেন। এদিকে ক্রমাগত যুদ্ধের জেরে এই এলাকায় খাবার, জল ও বিদ্যুতের রসদ শেষ হয়ে আসছে স্থানীয়দের।
কিভ-খারকিভে লাগাতার গোলাবর্ষণ রাশিয়ার। কিভে মৃত ২২৮ জন। ধ্বংস ৪০টি বাড়ি, ৬টি স্কুল, ৪টি কিন্ডারগার্টেন। গৃহহীন ১০ লক্ষ মানুষ, উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ।
প্রেক্ষাপট
কিভ : ইউক্রেনের (Ukraine) রাজধানী কিভের দিকে এগোচ্ছে রাশিয়া (Russia)। কিভের (Kyiv) শহরতলিতে একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের ২০০ জন বাসিন্দাকে বন্দি করে ফেলে রুশ সেনা। তাদের কবল থেকে কোনওরকম পালাতে পেরেছেন সাতজন।
মারিউপোলের একটি স্কুলে বহু মহিলা ও শিশু সহ ৪০০ জন আশ্রয় নেন। সেখানেই আজ বোমাবর্ষণ করেছে রাশিয়া। এমনই অভিযোগ ইউক্রেন সরকারের। তাদের আরও অভিযোগ, বেশ কয়েকজনকে জোর করে রাশিয়ায় ধরে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র (Missile) হামলার পর ধ্বংসস্তূপে পরিণত হওয়া মারিউপোলের থিয়েটার ভবনে হাজারের বেশি মানুষ আটকে পড়েছেন। তাঁদের বের করার জন্য উদ্ধারকাজ চলছে। মারিউপোলের রাস্তায় রাস্তায় চলছে ইউক্রেন বাহিনীর সঙ্গে রাশিয়ার সেনার লড়াই। সংঘর্ষের জন্য উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে।
রুশ হামলায় ১১৫ জন শিশুর মৃত্যু, দাবি ইউক্রেনের। গুরুতর আহত আরও ১৪০ জন শিশু। রুশ হামলায় কার্যত ধ্বংসস্তূপ ইউক্রেন। কিভ, খারকিভে লাগাতার গোলাবর্ষণ রাশিয়ার। শুধু কিভেই এখনও পর্যন্ত ২২৮ জনের মৃত্যু।
ইউক্রেনের ১০ লক্ষ মানুষ গৃহহীন, উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ। রুশ বাহিনীকে রুখতে রেল সেতু ওড়াল ইউক্রেনীয় সেনা। রাশিয়ার লক্ষ্য ইউক্রেনের অস্ত্রভাণ্ডার, যা ধ্বংস করতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার করা হচ্ছে। এই প্রথম ইউক্রেনে ‘কিনঝল’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার রাশিয়ার।
ইউক্রেনের মারিউপোলে রাশিয়ার হামলায় ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে। অবরুদ্ধ লক্ষাধিক নাগরিক। এরই মধ্যে রাশিয়ার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তুলেছে ইউক্রেন। ভলোদিমির জেলেনস্কি সরকারের অভিযোগ, মারিউপোলের বাসিন্দাদের একাংশকে পুতিনের সেনা জোর করে রাশিয়ার ভিতরে অজ্ঞাত জায়গায় নিয়ে গেছে। সেখানে তাঁদের চরম দুর্দশার মধ্যে বন্দি করে রাখা হয়েছে বলে অভিযোগ। যদিও তা অস্বীকার করেছে রাশিয়া। মস্কোর দাবি, মারিউপোলের বাসিন্দারা স্বেচ্ছায় শহর ছেড়ে চলে যাচ্ছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -