Russia-Ukraine War Live Updates, 15 March: রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব নিয়ে এবার জরুরি আলোচনায় বসবে ন্যাটো

Russia-Ukraine War: কিভ দখলে সাঁড়াশি আক্রমণের পথে এগোচ্ছে রুশ সেনা। ইউক্রেনের একাধিক শহরে এয়ার রেড অ্যালার্ট জারি হয়েছে। খারকিভ শহরে রকেট হানা, চলছে গোলাবর্ষণ।

abp ananda Last Updated: 15 Mar 2022 10:48 PM

প্রেক্ষাপট

কিভ: ইউক্রেনের (Ukraine) রাজধানী কিভ (Kyiv) দখলে সাঁড়াশি আক্রমণের পথে এগোচ্ছে রুশ সেনা (Russian Army)। গতকাল থেকে ইউক্রেনের একাধিক শহরে এয়ার রেড অ্যালার্ট জারি হয়েছে। খারকিভ (Kharkiv) শহরে রকেট হানা,...More

Russia-Ukraine War Live Updates: জরুরি বৈঠকে বসতে চলেছে ন্যাটো

ইউক্রেনে রাশিয়ার আক্রমণ নিয়ে আলোচনা করতে ২৪ মার্চ ব্রুসেলসে বৈঠক করবেন ন্যাটো নেতারা, এমনটাই সূত্রের খবর।