Russia-Ukraine War Live Updates, 15 March: রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব নিয়ে এবার জরুরি আলোচনায় বসবে ন্যাটো
Russia-Ukraine War: কিভ দখলে সাঁড়াশি আক্রমণের পথে এগোচ্ছে রুশ সেনা। ইউক্রেনের একাধিক শহরে এয়ার রেড অ্যালার্ট জারি হয়েছে। খারকিভ শহরে রকেট হানা, চলছে গোলাবর্ষণ।
ইউক্রেনে রাশিয়ার আক্রমণ নিয়ে আলোচনা করতে ২৪ মার্চ ব্রুসেলসে বৈঠক করবেন ন্যাটো নেতারা, এমনটাই সূত্রের খবর।
রাশিয়ার আগ্রাসনের শুরু থেকে এখনও পর্যন্ত যুদ্ধের আবহে ৯৭ জন ইউক্রেনীয় শিশু মারা গেছে, মঙ্গলবার একটিই ভাষণে এমনটাই জানিয়েছেন জেলেনস্কি।
যুদ্ধের আবহে ইউক্রেনের পাশে ছিল কানাডা। সেই আবহে এবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করল পুতিনের দেশ।
স্পুটনিক জানিয়েছে যে মস্কো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবং অন্যান্য শীর্ষ মার্কিন সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
ফক্স নিউজের ক্যামেরাম্যানের মৃতুর খবরে মুহ্যমান বিশ্বও। ফক্স নিউজ মিডিয়ার সিইও সুজান স্কট জানিয়েছেন, জাকঁরজেউস্কি এবং হলের গাড়িতে হামলা হয় কিভের কাছে। দুজনেই আগুনে জখম হয়েছিলেন।
ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, "ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ন্যাটো কমান্ডের অধীনে প্রায় ৪০ হাজার বাহিনী পূর্ব অঙ্গশের পাশাপাশি বাল্টিক অঞ্চলেও নজর রাখতে শুরু করবে।"
মঙ্গলবার রাষ্ট্রসংঘের প্রকাশিত তথ্য অনুসারে, প্রায় ৩ সপ্তাহ আগে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে প্রায় ৩ মিলিয়ন মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছে।
যুদ্ধের ২০ দিন অতিক্রান্ত। এই প্রেক্ষাপটে জেলেনস্কি ন্যাটোর কাছে নিরাপত্তার নিশ্চয়তা চাইলেন।
কিভে জানান হয়েছে যে যুদ্ধের ২০ দিনের মাথায় ফের আলোচনা শুরু রাশিয়া-ইউক্রেনের
সিগারেট প্রস্তুতকারী ইম্পেরিয়াল ব্র্যান্ডস রাশিয়া থেকে প্রত্যাহার করতে চলেছে তাঁদের ব্যবসা। ইম্পেরিয়াল ব্র্যান্ডস স্থানীয় তৃতীয় পক্ষের কাছে তার রাশিয়ান ব্যবসা হস্তান্তর করার জন্য আলোচনা শুরু করেছে
ইউক্রেনের তরফে জানান হয়েছে রাশিয়ার সঙ্গে এই যুদ্ধে এখনও পর্যন্ত তিন সাংবাদিক নিহত হয়েছেন।
ইউক্রেনের পাশাপাশি চেরনিভেও জারি হল বিমান হামলার সতর্কতা। এদিকে, কিভে আজ থেকেই জারি হয়েছে ৩৬ ঘণ্টার কার্ফু।
রাশিয়ান ভদকা এবং আরও একাধিক রাশিয়ান পণ্যে আমদানির ওপর ব্রিটেন নতুন করে শুল্ক আরোপ করা হয়েছে।
সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের ফলে রাশিয়ায় ভিপিএন-এর বেশ অনেক শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানা যায়।
সোমবার ইউক্রেনের টিভি টাওয়ারে হামলা চালায় রুশ সেনাবাহিনী। এই ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছে এবং ৯ জন জখম হয়েছেন, এমনটাই জানান হয়েছে।
২০ দিনে যুদ্ধ। এরই মধ্যে ইউক্রেন সরকার জানিয়েছে, রাশিয়া অপরাধী দেশ এবং পুতিন 'মিথ্যাবাদী ও বিশ্বাসঘাতক'।
ইউক্রেনের রাজধানী কিভে সারারাত গোলাবর্ষণের ফলে একটি অ্যাপার্টমেন্টে আগুন লেগে যায়। এই ঘটনায় এক ব্যক্তি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমল। ব্যারেল প্রতি ১০০ মার্কিন ডলারের নিচে নেমেছে তেলের দাম।
ইউক্রেনের বিমানবাহিনী দাবি করেছে, রাশিয়ার একটি ড্রোন পোল্যান্ড সীমান্তের মধ্যে ঢুকে পড়ে। তারপর দ্রুতই তা ফিরে আসে ইউক্রেনের আকাশসীমায়। সেটিকে গুলি করে নামানো হয়েছে।
কিভের কাছে রুশ হামলায় আহত হয়েছেন ফক্স নিউজের সাংবাদিক বেঞ্জামিন হল। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২০ দিন ধরে রাশিয়ার লাগাতার ক্ষেপণাস্ত্র ও গোলাবর্ষণে কার্যত ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে ইউক্রেনের একাধিক শহর। বিভিন্ন দিক থেকে এগোচ্ছে রাশিয়ার সেনা। পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনের সেনাবাহিনীও। এরই মধ্যে রাশিয়ার বিদেশ মন্ত্রক জানিয়েছে, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৮ জন।
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে এখনও পর্যন্ত ৯০০-রও বেশি মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এমনই দাবি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রকের এক সিনিয়র আধিকারিক।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে কথা বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। সূত্রের খবর, তাঁরা যোগাযোগ রক্ষা করে চলবেন বলে জানিয়েছেন।
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া চিনের কাছ থেকে সামরিক সাহায্য চেয়েছে বলে যে অভিযোগ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেটি খারিজ করে দিল চিন। ওয়াশিংটনের বিরুদ্ধে ভুল তথ্য প্রচারের পাল্টা অভিযোগ এনেছে বেজিং। লন্ডনের চিনা দূতাবাসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে গঠনমূলক ভূমিকা পালন করছে চিন।
আজ সকালে ইউক্রেনের রাজধানী কিভে তিনটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। তবে ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটেছে, সেটা এখনও স্পষ্ট নয়।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর লক্ষ্যে ভারত, চিনের মতো দেশগুলির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, জানাল রাষ্ট্রপুঞ্জ।
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য ইউক্রেনকে সমরাস্ত্র সহ সবরকম সাহায্য করবে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ট্যুইটারে এ কথা জানিয়েছেন। সেইসঙ্গেই তিনি জানান, ইউক্রেনের শরণার্থীদের আশ্রয় দেবে আমেরিকা। খাবার, রসদ সহ অন্যান্য সাহায্যও কিভে পাঠানো হবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।
ইউক্রেনের চেরনোবিল পরমাণু কেন্দ্রে বিদ্যুৎ ব্যবস্থা ফের চালু হয়েছে। ইউক্রেনের সংবাদমাধ্যম সূত্রে এমনই জানা গিয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে এই খবর জানানো হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে বৈঠক ভাল হয়েছে। ইউক্রেন অবিলম্বে শান্তি, যুদ্ধবিরতি ও রাশিয়ার সেনাবাহিনী প্রত্যাহারের দাবি জানিয়েছে।
ইউক্রেনে লাগাতার হামলা চালানো নিয়ে রাশিয়াকে সতর্ক করে দিল রাষ্ট্রপুঞ্জ।
চিনের সঙ্গে রাশিয়ার জোট নিয়ে উদ্বেগ প্রকাশ মার্কিন যুক্তরাষ্ট্রের।
এপ্রিলের শেষদিক পর্যন্ত মস্কো, ভ্লাদিভস্তকভে যাত্রীবাহী ও মালবাহী উড়ান পরিষেবা বন্ধ রাখার কথা জানাল দক্ষিণ কোরিয়া। নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ২০ দিনে পা। ইউক্রেনের রকেট হামলায় ২০ রুশ সেনার মৃত্যু, জানাল মস্কো। কিভের কাছে রুশ হামলায় আহত ফক্স নিউজের সাংবাদিক বেঞ্জামিন হল।
রাশিয়ার বিরুদ্ধে জি-৭, ন্যাটোর বাইরেও জোট গড়ার চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এমনই জানানো হয়েছে হোয়াইট হাউসের পক্ষ থেকে। ভারত, চিন, ব্রাজিল, মেক্সিকোর মতো দেশগুলি রাশিয়ার বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা জারি করেনি। তবে তারপরেও মস্কোকে কোণঠাসা করার চেষ্টা চালিয়ে যাবে আমেরিকা, জানাল হোয়াইট হাউস।
চতুর্থবার বৈঠকে রাশিয়া-ইউক্রেন। লাগাতার হামলায় ধ্বংস্তূপ কিভ। খারকিভ-ডনবাসে রকেট হানা। চিনের কাছে সাহায্য চেয়েছে রাশিয়া, দাবি আমেরিকার।
বুধবার মার্কিন কংগ্রেসে ভার্চুয়ালি ভাষণ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি রাশিয়ার উপর চাপ বাড়ানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আর্জি জানাবেন বলে মনে করছে আন্তর্জাতিক মহল।
ইউক্রেনে ২৪ মার্চ থেকে আরও ৩০ দিনের জন্য বাড়ানো হচ্ছে সামরিক আইনের মেয়াদ। এই মর্মে পার্লামেন্টে বিল পেশ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
প্রেক্ষাপট
কিভ: ইউক্রেনের (Ukraine) রাজধানী কিভ (Kyiv) দখলে সাঁড়াশি আক্রমণের পথে এগোচ্ছে রুশ সেনা (Russian Army)। গতকাল থেকে ইউক্রেনের একাধিক শহরে এয়ার রেড অ্যালার্ট জারি হয়েছে। খারকিভ (Kharkiv) শহরে রকেট হানা, চলছে গোলাবর্ষণ। ডনবাস (Donbas) শহরে একের পর এক গোলাবর্ষণ করছে রুশ সেনা। রুশ গোলায় কিভের ফুড ডিপোয় আগুন। আরপিনে এখনও আটকে রয়েছেন ১০ হাজার মানুষ। শহরের ৩০ ভাগ দখল রুশ সেনার হাতে, জানিয়েছেন আরপিনের মেয়র। পাল্টা আঘাত হানছে ইউক্রেন। গতকাল একদিনে রুশ সেনার চারটি বিমান ও তিনটি হেলিকপ্টার গুলি করে নামানোর দাবি করেছে ইউক্রেনীয় বায়ুসেনা। চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পুনরুদ্ধার হয়েছে বলে দাবি ইউক্রেনের।
২০ দিন ধরে রাশিয়ার লাগাতার ক্ষেপণাস্ত্র ও গোলা বর্ষণে কার্যত ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে ইউক্রেনের একাধিক শহর। বিভিন্ন দিক থেকে এগোচ্ছে রাশিয়ার সেনা। পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনের সেনাবাহিনীও। এরই মধ্যে রাশিয়ার বিদেশ মন্ত্রক জানিয়েছে, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৮ জন। এরইমধ্যে কিভের কাছে রুশ হামলায় আহত হয়েছেন ফক্স নিউজের সাংবাদিক বেঞ্জামিন হল। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউক্রেনের বিমানবাহিনী দাবি করেছে, রাশিয়ার একটি ড্রোন পোল্যান্ড সীমান্তের মধ্যে ঢুকে পড়ে। তারপর দ্রুতই তা ফিরে আসে ইউক্রেনের আকাশসীমায়। সেটিকে গুলি করে নামানো হয়েছে। তবে এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমল। ব্যারেলপ্রতি ১০০ মার্কিন ডলারের নীচে নেমেছে তেলের দাম।
রাশিয়ার সঙ্গে যুদ্ধের জন্য ইউক্রেনকে সমরাস্ত্র সহ সবরকম সাহায্য করবে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ট্যুইটারে এই কথা জানিয়েছেন। সেইসঙ্গেই তিনি জানান, ইউক্রেনের শরণার্থীদের আশ্রয় দেবে আমেরিকা। খাবার, রসদ সহ অন্যান্য সাহায্যও কিভে পাঠানো হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রক সূত্রে দাবি, এখনও পর্যন্ত রাশিয়া ইউক্রেনে ৯০০-র বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -