Russia-Ukraine War LIVE Updates, March 22: আজ ইউক্রেনে আরও নয়টি  করিডোর খোলা হতে পারে

যুদ্ধবিধ্বস্ত কিভ, খারকিভ থেকে পালিয়ে আসা মানুষ ভিড় করছেন হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের দূতাবাসের বাইরে। তাঁদের যন্ত্রণার সাক্ষী এবিপি আনন্দ।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 23 Mar 2022 03:24 PM

প্রেক্ষাপট

বুদাপেস্ট:  টানা ২৮ দিন। রাত নেই...দিন নেই...সময়ের ঠিক নেই...। লাগাতার রুশ হামলায় বিধ্বস্ত! একের পর এক শহরে আছড়ে পড়ছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র। কিভের পর নিশানায় ইউক্রেনের মারিউপোল। শহর ছেড়ে আসা মানুষেরা বলছেন,...More

Russia Ukraine War : আমেরিকার কূটনীতিকদের বহিষ্কার করল রাশিয়া 

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পদক্ষেপে বার-বার আঙুল তুলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মস্কোর ওপরে বিধিনিষেধ আরোপ করেছে আমেরিকা ছাড়াও বেশ কয়েকটি দেশ। এবার তারই পাল্টা দিল রাশিয়া। আমেরিকার কূটনীতিকদের বহিষ্কার করল মস্কো।