Russia-Ukraine War LIVE Updates, March 7: সুমিতে প্রায় ৭০০ ভারতীয় পড়ুয়া আটকে রয়েছেন বলে ভারতীয় বিদেশ মন্ত্রক সূত্রে খবর

Russia-Ukraine War News: রাশিয়ার আক্রমণে বিধ্বস্ত ইউক্রেন। নির্বিচার গুলি। লাগাতার বোমাবর্ষণ। মিসাইল হামলায় ধ্বংসস্তূপে বিমানবন্দর, পরমাণু গবেষণা কেন্দ্রে রকেট হামলা, ধুলিসাৎ একের পর এক জনপদ

abp ananda Last Updated: 07 Mar 2022 08:34 PM
Russia-Ukraine Conflict Live Updates: যুদ্ধের দ্বাদশ দিনে ইউক্রেনের মাইকোলেভে সকাল থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়ে রুশ সেনা

যুদ্ধের দ্বাদশ দিনে ইউক্রেনের মাইকোলেভে সকাল থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়ে রুশ সেনা

Russia-Ukraine Conflict Live Updates: ভারতীয়দের উদ্ধারে পোলটাভা শহরে তৈরি হয়েছে সেফ করিডর

ভারতীয়দের উদ্ধারে পোলটাভা শহরে তৈরি হয়েছে সেফ করিডর

Russia-Ukraine Conflict Live Updates: যুদ্ধের বাজারে রেকর্ড গড়ে ১৩০ ডলার ছুঁল অপরিশোধিত তেলের দাম

যুদ্ধের বাজারে রেকর্ড গড়ে ১৩০ ডলার ছুঁল অপরিশোধিত তেলের দাম

Russia-Ukraine Conflict Live Updates: সুমিতে প্রায় ৭০০ ভারতীয় পড়ুয়া আটকে রয়েছেন বলে ভারতীয় বিদেশ মন্ত্রক সূত্রে খবর

সুমিতে প্রায় ৭০০ ভারতীয় পড়ুয়া আটকে রয়েছেন বলে ভারতীয় বিদেশ মন্ত্রক সূত্রে খবর

Russia-Ukraine Conflict Live Updates: তৃতীয় দফায় আলোচনায় বললেন দুদেশের প্রতিনিধিরা

তৃতীয় দফায় আলোচনায় বললেন দুদেশের প্রতিনিধিরা

Russia-Ukraine Conflict Live Updates: ইউরোপীয় ইউনিয়নের সদস্য় হওয়া নিয়ে ইউক্রেনের আবেদন আলোচনা করা হবে

ইউরোপীয় ইউনিয়নের সদস্য় হওয়া নিয়ে ইউক্রেনের আবেদন আলোচনা করা হবে। জানালেন ইউরোপীয়ান কাউন্সিলের প্রধান। 

Russia-Ukraine Conflict Live Updates: ইউক্রেন শর্ত মানলে সামরিক অভিযান স্থগিত করতে প্রস্তুত রাশিয়া

ইউক্রেন শর্ত মানলে সামরিক অভিযান স্থগিত করতে প্রস্তুত রাশিয়া

Russia-Ukraine Conflict Live Updates: ফের বৈঠকে বসতে পারে ইউক্রেন রাশিয়া 

ফের বৈঠকে বসতে পারে ইউক্রেন রাশিয়া 

Russia-Ukraine Conflict Live Updates: রোমানিয়া থেকে ৪০০ জন ভারতীয়কে নিয়ে ফিরছে দুটি বিমান

রোমানিয়া থেকে ৪০০ জন ভারতীয়কে নিয়ে ফিরছে দুটি বিমান। 

Russia-Ukraine Conflict Live Updates: রোমানিয়া থেকে ৪০০ জন ভারতীয়কে নিয়ে ফিরছে দুটি বিমান

রোমানিয়া থেকে ৪০০ জন ভারতীয়কে নিয়ে ফিরছে দুটি বিমান। 

Russia-Ukraine War Live: ভারতীয়দের ফেরাতে সাহায্য করবে রাশিয়া, খবর সরকারি সূত্রে

ভারতীয়দের ফেরাতে সাহায্য করবে রাশিয়া। মোদির সঙ্গে পুতিনের কথায় আশ্বাস রাশিয়ার প্রেসিডেন্টের। খবর সরকারি সূত্রে। 

Russia-Ukraine Conflict Live Updates: বন্ধুসুলভ নয় এমন দেশের তালিকা প্রকাশ রাশিয়ার

বন্ধুসুলভ নয় এমন দেশের তালিকা প্রকাশ রাশিয়া। তালিকায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্, ইউরোপিয় ইউনিয়ন, ইউক্রেন, জাপান।  

Russia-Ukraine War Live: মস্কোর প্রস্তাবিত করিডর নাকচ করে দিল কিভ

মস্কোর প্রস্তাবিত করিডর নাকচ করে দিল কিভ

Russia-Ukraine Conflict Live Updates: ভারতীয়দের সরিয়ে নিতে সাহায্য করার জন্য ইউক্রেনের প্রেসিডেন্টকে ধন্যবাদ মোদির

ভারতীয়দের সরিয়ে নিতে সাহায্য করার জন্য ইউক্রেনের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি

Russia-Ukraine War Live: কিভকে যুদ্ধবিমান সরবরাহের জন্য পোল্যান্ডকে অনুমতি দিল মার্কিন যুক্তরাষ্ট্র

কিভকে যুদ্ধবিমান সরবরাহের জন্য পোল্যান্ডকে অনুমতি দিল মার্কিন যুক্তরাষ্ট্র

Russia-Ukraine Conflict Live Updates: ইউক্রেন যুদ্ধের বোমা শেয়ার বাজারে

 ইউক্রেন যুদ্ধের বোমা শেয়ার বাজারে

Russia-Ukraine War Live: সমস্যা মেটাতে বদ্ধপরিকর চিন

রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাঝে চিনা বিদেশমন্ত্রী জানিয়েছেন, ইউক্রেনের সংঘাত নিরসনে সক্রিয় প্রচেষ্টা চালাবে শি জিনপিংয়ের দেশ। 

Russia-Ukraine Conflict Live Updates: এক সপ্তাহের মধ্যে ইউক্রেনকে আরও ১৭ হাজার অস্ত্র দেবে আমেরিকা-ন্যাটো, দাবি রিপোর্টে

যুদ্ধ শেষের বদলে অশান্তির আঁচ আরও বাড়ছে। রাশিয়াকে রুখতে এবার ইউক্রেনকে আরও অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্র সরবরাহ করবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটো, এমনটাই একটি রিপোর্টে দাবি করা হয়েছে। 

Russia-Ukraine War Live: রাশিয়ার পাশেই চিন?

যুদ্ধ অব্যাহত। ইউক্রেনে মিসাইল হানাও জারি রয়েছে। এর মধ্যে যদিও কিছুক্ষণের বিরতি ডেকেছে রাশিয়া। এই আবহে চিনের তরফে জানান হয়েছে যে অটুট রয়েছে তাঁদের সম্পর্ক। যে বার্তা নতুন করে চিন্তা বাড়াচ্ছে বিশ্বে। 

Russia-Ukraine Conflict Live Updates: ৬০০ মিসাইল ছুঁড়েছে রাশিয়া

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মাঝেই পেন্টাগনের তরফে জানান হয়েছে যে ইতিমধ্যেই ৬০০ মিসাইল ছুঁড়েছে রাশিয়া। কার্যত ধ্বংসস্তুপে পরিণত হচ্ছে ইউক্রেন। 

Russia-Ukraine War Live: 'শত্রুদের জন্য সারপ্রাইজ রয়েছে'

যুদ্ধের আবহে হুঁশিয়ারি ইউক্রেন প্রতিরক্ষা মন্ত্রীর। অস্ত্র সরবরাহের বিষয়ে তিনি সাফ জানান যে, 'শত্রুদের জন্য সারপ্রাইজ রয়েছে। তাঁদের আরেকটু অপেক্ষা করতে হবে।' 

Russia-Ukraine Conflict Live Updates: দেশে ফিরছেন গুলিবিদ্ধ হরজ্যোৎ সিংহ

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে দেশে ফিরছেন গুলিবিদ্ধ হরজ্যোৎ সিংহ। পোল্যান্ড হয়ে দেশে ফিরছেন হরজ্যোৎ। 

Russia-Ukraine War Live: মাইকোলভে সকালে একাধিক রুশ ক্ষেপণাস্ত্র হানা

খারকিভে রুশ হামলায় ৮ জনের মৃত্যু, দাবি ইউক্রেনের। ইউক্রেনের মাইকোলভে সকালে একাধিক রুশ ক্ষেপণাস্ত্র হানা। আক্রান্ত ওডেসা শহরও, দাবি ইউক্রেনের। খারকিভে বহুতলে, লুহানস্কে তেলের ডিপোয় আগুন। 

Russia-Ukraine Conflict Live Updates: ইউক্রেনের রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা বলেন মোদি

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নরেন্দ্র মোদি। সুমি শহরে আটকে বহু ভারতীয় পড়ুয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কির সঙ্গে আজ কথা বলবেন মোদি। সূত্রের খবর, জেলেনস্কিকে যুদ্ধ থামানোর অনুরোধ জানাতে পারেন তিনি। 

Russia-Ukraine War Live: নিকোলেভেও আকাশপথে হামলা চালায় রুশ সেনা

নিকোলেভেও আকাশপথে হামলা চালায় রুশ সেনা। প্রত্যাঘাত করে ইউক্রেনও। কিভে রুশ ট্যাঙ্ক লক্ষ্য করে গুলি চালায় ইউক্রেনীয় সেনা। লুহানস্ক লাগাতার গোলাবর্ষণে তেলের ডিপোয় আগুন লেগে যায়। ইউক্রেনের দাবি, যুদ্ধে এ পর্যন্ত ৩৮ জন শিশুর মৃত্যু হয়েছে। ৭১ জন শিশু আহত। 

Russia-Ukraine Conflict Live Updates: খারকিভে বহুতলে গোলাবর্ষণের জেরে আগুন

যুদ্ধের দ্বাদশ দিনে ইউক্রেনের মাইকোলেভে সকাল থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়ে রুশ সেনা। ভিডিও প্রকাশ করে ওডেসা বন্দরের কাছে সমুদ্র থেকে মিসাইল ছোড়ার অভিযোগ তোলে ইউক্রেন। খারকিভে বহুতলে গোলাবর্ষণের জেরে আগুন লেগে যায়। 

Russia-Ukraine War Live: ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া

ফরাসি প্রেসিডেন্টের অনুরোধে সাড়া দিয়ে গোটা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া। তৃতীয়বারের জন্য সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা। ভারতীয় সময় বেলা সাড়ে ১২টা থেকে ইউক্রেন জুড়ে যুদ্ধবিরতি। নিরাপদে মানুষকে বের করার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। ২ দিন আগে পুতিনকে ফোন করে অনুরোধ জানান ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ। তার আগে দু’-দু’বার ইউক্রেনের মারিউপোল ও ভলনোভাখা শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে রাশিয়া। 

Russia-Ukraine Conflict Live Updates: আমেরিকা ছাড়ল রুশ কূটনীতিকরা

সংবাদসংস্থা RIA Novosti জানিয়েছে ইউক্রেনে যুদ্ধের আবহে ৫০ জন রুশ কূটনীতিক ও তাঁদের পরিবার নিউইয়র্ক ছেড়ে মস্কোর উদ্দেশে রওনা দিয়েছেন। 

Russia-Ukraine War Live: প্রচণ্ড বিস্ফোরণে কাঁপল লুহানস্ক

ইউক্রেনের একাধিক শহরে জারি যুদ্ধ। এরই মধ্যে বিস্ফোরণে কেঁপে উঠল লুহানস্ক। মনে করা হচ্ছে একটি তেলের ডিপোতে এই বিস্ফোরণ ঘটেছে। 

Russia-Ukraine Conflict Live Updates: ইউক্রেন যুদ্ধের বিরোধিতায় মিছিল

সার্বিয়ার বেলগ্রেডে ইউক্রেন যুদ্ধের বিরোধিতায় মিছিল। প্রতিবাদে সামিল বেলগ্রেডের রুশ নাগরিকরা। নিজেদের রুশ পাসপোর্ট পুড়িয়ে ফেলতেও দেখা যায়। প্রাণ বাঁচাতে হাঙ্গেরিতে পালিয়ে এসেছেন ইউক্রেনের বহু অর্কেস্ট্রা শিল্পী। 

Russia-Ukraine War Live: জেলেনস্কি-মোদি কথোপকথনের ইঙ্গিত

এখনও বন্ধ হয়নি যুদ্ধ। এদিকে ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি। এই প্রেক্ষাপটে ফের ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আজ ফোন করতে পারেন নরেন্দ্র মোদি, এমনটাই সূত্রের খবর। 

Russia-Ukraine Conflict Live Updates: ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরেছেন মালদার হরিশ্চন্দ্রপুরের মাসুম হামিদ রেজা

চোখের সামনে ইউক্রেনীয় পরিবারকে গুলি করে মারে রুশ সেনা। ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরেছেন মালদার হরিশ্চন্দ্রপুরের মাসুম হামিদ রেজা। ইউক্রেনের কিভ ন্যাশনাল মেডিক্যাল ইউনিভার্সিটির চতুর্থ বর্ষের পড়ুয়া। যুদ্ধ শুরু দিন থেকেই বাঙ্কারে গাদাগাদি করে থাকতে হয়েছে। বাইরে অবিরাম গোলাবর্ষণ। অথচ বেরিয়ে খাবার কেনার উপায় ছিল না।

Russia-Ukraine War Live: লক্ষ্য অর্জন করবই, জানিয়ে দিলেন পুতিন

লক্ষ্য পূরণে স্থির তিনি। অবিচলও। তাই যুদ্ধ করে কিংবা আলোচনার মাধ্যমে লক্ষ্য অর্জন করবেনই তিনি। রবিবার ফ্রান্সের প্রেসিডেন্ট মানুয়েল ম্যাক্রোঁকে এমনটাই বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর গত ১১ দিনে সমাধান হয়নি কিছুই। বরং বাড়ছে উদ্বেগ।

Russia-Ukraine Conflict Live Updates: এবার ইউক্রেনের সুমিতে রুশ হামলা

ইউক্রেনের সুমিতে রুশ হামলা। এই শহরে এখনও আটকে প্রায় ৭০০ ভারতীয় পড়ুয়া। ভারতীয়দের উদ্ধারে পোলটাভা শহরে তৈরি হয়েছে সেফ করিডর। দিন ও সময় শীঘ্রই জানানো হবে, নির্দেশ পেলে দ্রুত সুমি ছাড়তে হবে, জানিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক।

Russia-Ukraine War Live: রাশিয়ায় পরিষেবা স্থগিত করল নেটফ্লিক্স

নেটফ্লিক্সের একজন মুখপাত্র বলেছেন, "পরিস্থিতি বিবেচনা করে আমরা রাশিয়ায় আমাদের পরিষেবা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।" এই সপ্তাহের শুরুতে, Netflix অস্থায়ীভাবে রাশিয়ায় ভবিষ্যতের সমস্ত প্রজেক্ট এবং কাজ বন্ধ করে দিয়েছে। কারণ এটি ইউক্রেনে মস্কোর আক্রমণের প্রভাব মূল্যায়ণ করেই এই সিদ্ধান্ত বলে জানান হয়। 

Russia-Ukraine Conflict Live Updates: রুশ হেলিকপ্টার গুলি করে নামানোর দাবি

রাশিয়া-ইউক্রেনে লড়াইয়ের মাঝেই রুশ হেলিকপ্টার গুলি করে নামানোর দাবি জানিয়ে ভিডিয়ো প্রকাশ করল ইউক্রেন। ভিডিয়োতে দেখা যাচ্ছে, মিসাইল হামলায় মাটিতে আছড়ে পড়ছে একটি হেলিকপ্টার। এরপরই সেটিতে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। ইউক্রেন সেনার দাবি, ওটি রুশ সেনার হেলিকপ্টার। তবে কবে, কোথায় এই ঘটনা ঘটেছে তা জানানো হয়নি। 

Russia-Ukraine War Live: ন্যাটোকে সতর্ক করল রাশিয়া

ইউক্রেনে অস্ত্র সরবরাহ নিয়ে ন্যাটোকে সতর্ক করল রাশিয়া। ইউরোপীয় ইউনিয়নকেও হুঁশিয়ারি দিয়েছে তারা। সূত্রের খবর, মস্কোর আশঙ্কা, অ্যান্টি-এরিয়াল স্ট্রিঙ্গার মিসাইলের মতো যুদ্ধাস্ত্র জঙ্গিদের হাতে পৌঁছতে পারে। য়ার ফলে ভবিষ্যতে আকাশপথে জঙ্গি হামলার সম্ভাবনা থাকছে। এর পাশাপাশি, ৮ মার্চ থেকে সমস্ত আন্তর্জাতিক উড়ান বন্ধ করে দিতে চলেছে রুশ বিমান সংস্থা এয়ারোফ্লোট। 

প্রেক্ষাপট

কিভ: ইউরোপের (Europe) সর্ববৃহৎ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পর এবার ইউক্রেনের (Ukraine) এক জলবিদ্যুৎ কেন্দ্রও কব্জা করে ফেলল রাশিয়া (Russia)। হামলা হয়েছে পরমাণু গবেষণাগারেও। এই পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্ট (Russian President) জানিয়েছেন, ইউক্রেন লড়াই বন্ধ করলে, রাশিয়া সামরিক অভিযান বন্ধ রাখবে। 


রাশিয়ার আক্রমণে বিধ্বস্ত ইউক্রেন। নির্বিচার গুলি। লাগাতার বোমাবর্ষণ। মিসাইল হামলায় ধ্বংসস্তূপে বিমানবন্দর, পরমাণু গবেষণা কেন্দ্রে রকেট হামলা, ধুলিসাৎ একের পর এক জনপদ। রক্তক্ষয়ী এই যুদ্ধ চলছে এগারো দিন ধরে। ক্রমশ ধ্বংসের উপত্যকায় পরিণত হচ্ছে সাজানো-গোছানো দেশ ইউক্রেন। জন্মভূমি ছেড়ে পালাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ। কিন্তু এই আবহেও থামছে না রাশিয়ার প্রত্যাঘাত। খারকিভেও গোলাবর্ষণ, বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বলে জানান হয়েছে। এই পরিস্থিতিতে পাল্টা হুঁশিয়ারি দিলেন্ন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি সাফ জানিয়ে দেন যে তিনি কোনওভাবেই রাশিয়াকে ক্ষমা করবেন না। 


এদিকে, যুদ্ধ থামাতে ফের একবার ভারতের দ্বারস্থ ইউক্রেন। সাংবাদিক বৈঠকে মোদির কাছে পুতিনকে ফোন করার অনুরোধ জানালেন ইউক্রেনের বিদেশমন্ত্রী। তাঁর অভিযোগ, বিদেশি পড়ুয়াদের বিষয়টি নিয়ে রাশিয়া নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করছে। সুমিতে আটকে পড়া ভারত ও চিনের পড়ুয়াদের নিরাপদে উদ্ধার করতে রাশিয়া সহযোগিতা করছে না বলেও অভিযোগ করেন ইউক্রেনের বিদেশমন্ত্রী। 


রাশিয়া-ইউক্রেনে লড়াইয়ের মাঝেই রুশ হেলিকপ্টার গুলি করে নামানোর দাবি জানিয়ে ভিডিয়ো প্রকাশ করল ইউক্রেন। ভিডিয়োতে দেখা যাচ্ছে, মিসাইল হামলায় মাটিতে আছড়ে পড়ছে একটি হেলিকপ্টার। এরপরই সেটিতে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। ইউক্রেন সেনার দাবি, ওটি রুশ সেনার হেলিকপ্টার। তবে কবে, কোথায় এই ঘটনা ঘটেছে তা জানানো হয়নি। 


ইউক্রেনে অস্ত্র সরবরাহ নিয়ে ন্যাটোকে সতর্ক করল রাশিয়া। ইউরোপীয় ইউনিয়নকেও হুঁশিয়ারি দিয়েছে তারা। সূত্রের খবর, মস্কোর আশঙ্কা, অ্যান্টি-এরিয়াল স্ট্রিঙ্গার মিসাইলের মতো যুদ্ধাস্ত্র জঙ্গিদের হাতে পৌঁছতে পারে। যার ফলে ভবিষ্যতে আকাশপথে জঙ্গি হামলার সম্ভাবনা থাকছে। এর পাশাপাশি, ৮ মার্চ থেকে সমস্ত আন্তর্জাতিক উড়ান বন্ধ করে দিতে চলেছে রুশ বিমান সংস্থা এয়ারোফ্লোট। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.