Russia-Ukraine Conflict Live Updates 9 March: মারিউপোল প্রসূতি হাসপাতালে রুশ হামলা, দাবি জেলেনস্কির

Russia-Ukraine War News: ফর্মুলা ওয়ান দল হাস বরখাস্ত করল রাশিয়ান চালক নিকিতা মাজেপিনকে।

abp ananda Last Updated: 09 Mar 2022 09:57 PM
Russia-Ukraine Conflict Live: মারিউপোল প্রসূতি হাসপাতালে রুশ হামলা, দাবি জেলেনস্কির

মারিউপোল হাসপাতালে রাশিয়ার বিমান হামলায় ১৭ জন আহত হয়েছেন। কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে যুদ্ধের শুরু থেকে এই শহরে মোট ১ হাজার ২০৭ জন মারা গেছে।

Russia-Ukraine War Live Updates: মারিউপোল শিশু হাসপাতাল ধ্বংস রুশ বাহিনীর

ইউক্রেনের মারিউপোল শহরের একটি শিশু হাসপাতাল রাশিয়ার বিমান হামলায় ধ্বংস হয়ে গেছে। বুধবার একটি অনলাইন পোস্টে সিটি কাউন্সিল জানিয়েছে।

Russia-Ukraine Conflict Live: মারিউপোল প্রসূতি হাসপাতালে রুশ হামলা, দাবি জেলেনস্কির

'মারিউপোলের প্রসূতি হাসপাতালে রুশ সেনাদের সরাসরি হামলা। মানুষ, শিশুরা ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে। নৃশংস!' ট্যুইটে ক্ষোভ প্রকাশ করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। 

Russia-Ukraine War Live Updates: ফর্মুলা ওয়ান দল হাস বরখাস্ত করল রাশিয়ান চালককে

ফর্মুলা ওয়ান দল হাস বরখাস্ত করল রাশিয়ান চালক নিকিতা মাজেপিনকে। তিনি ক্রীড়াবিদদের সাহায্য করার জন্য একটি সংস্থা তৈরি করছেন যাঁরা 'তাঁদের নিয়ন্ত্রণের বাইরে  থাকা রাজনৈতিক পরিস্থিতির' কারণে প্রতিযোগিতা থেকে বাদ পড়ছেন।

Russia-Ukraine Conflict Live: বুচায় নাগরিকদের সরানোর কাজে বাধা রাশিয়ার, অভিযোগ ইউক্রেনের

বুচার সিটি কাউন্সিলের অভিযোগ, রুশ সৈন্যরা কিভের ওব্লাস্টের শহর বুচা থেকে নাগরিকদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ ব্যাহত করছে। এমনটাই জানাচ্ছে কিভ ইন্ডিপেনডেন্ট। স্থানীয় কর্তৃপক্ষের মতে, রুশ বাহিনী কিভের কাছে ৫০টি বাসের রাস্তা বন্ধ করে দিয়েছে। তবে ইরপিন থেকে নাগরিক সরানোর অভিযান চলছে।

Russia-Ukraine War Live Updates: রাশিয়ান সংস্থাগুলির সঙ্গে সমস্ত সম্পর্ক স্থগিত করল ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম

'ইউক্রেনে রাশিয়ার চলমান হামলার নিন্দা করে ফোরাম তার ক্রমবর্ধমান আন্তর্জাতিক নিষেধাজ্ঞা মেনে চলছে এবং পরিস্থিতির দিকে নজর রাখছে,' সংবাদ সংস্থাকেএক বিবৃতিতে বলেছে ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম।

Russia-Ukraine Conflict Live: রাশিয়ান সংস্থাগুলির সঙ্গে সমস্ত সম্পর্ক স্থগিত করল ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম জানিয়েছে যে তারা রাশিয়ান সংস্থাগুলির সঙ্গে সমস্ত সম্পর্ক স্থগিত করেছে। তাদের তরফে এও জানানো হয়েছে যে নিষেধাজ্ঞার তালিকায় থাকা কাউকে দাভোসের বার্ষিক সভায় অংশ নিতে দেওয়া হবে না।

Russia-Ukraine War Live Updates: অর্থনৈতিক যুদ্ধের ক্ষেত্রে আমাদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করুন, যুক্তরাষ্ট্রকে বলল রাশিয়া

ক্রেমলিনের মুখপাত্র পশ্চিমের নিষেধাজ্ঞাগুলিকে একটি শত্রুতামূলক কাজ হিসাবে দেখছেন যা বৈশ্বিক বাজারকে নাড়িয়ে দিচ্ছে। তিনি বলেন যে বৈশ্বিক শক্তির বাজারে অশান্তি কতদূর যাবে তা স্পষ্ট নয়। রাশিয়া, যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে যে তারা রাশিয়ার তেল ও জ্বালানি নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া বিবেচনা করছে।

Russia-Ukraine Conflict Live: অর্থনৈতিক যুদ্ধের ক্ষেত্রে আমাদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করুন, যুক্তরাষ্ট্রকে বলল রাশিয়া

বুধবার ক্রেমলিন বলে যে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার তেল এবং অন্যান্য শক্তি আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপের পর মস্কো কী করবে তা নিয়ে গুরুত্ব সহকারে চিন্তা করা হবে বলেও জানানো হয়েছে।

Russia-Ukraine War Live Updates: রাশিয়া, ইউক্রেন আরও মানব করিডোর খুলতে সম্মত হয়েছে

বোমাবাজি হচ্ছে যেসব শহরে, সেখান থেকে সাধারণ নাগরিকদের সরিয়ে নিতে আরও কিছু মানব করিডোর খুলতে সম্মত হয়েছে রাশিয়া এবং ইউক্রেন। কারণ রাশিয়া বক্তব্য অনুযায়ী, কিভের সঙ্গে আলোচনায় 'অগ্রগতি' হচ্ছে।

Russia-Ukraine Conflict Live: ইউক্রেন আক্রমণের জন্য ১৬০ রুশ সেনেটর ও ক্ষমতাসম্পন্ন গোষ্ঠীকে অনুমোদন ইউরোপীয় ইউনিয়নের

ইউরোপীয় ইউনিয়ন তার নিষেধাজ্ঞার ব্ল্যাকলিস্টে ১৬০ রুশ ক্ষমতাসম্পন্ন গোষ্ঠী ও আইন প্রণেতাদের যোগ করতে সম্মত হয়েছে। তারা ইউক্রেনে মস্কোয় যুদ্ধের জন্য ক্রিপ্টো-সম্পদ টার্গেট করবে এবং সামুদ্রিক খাতে আঘাত করবে বলে জানা যাচ্ছে।

Russia-Ukraine War Live Updates: পাওয়ার গ্রিড থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করা হল চারনোবিল, দাবি ইউক্রেনের

ইউক্রেনের এনার্জি অপারেটরের মতে, চারনোবিল পাওয়ার প্লান্ট এবং এর নিরাপত্তা ব্যবস্থার বিদ্যুৎ সম্পূর্ণভাবে কেটে দেওয়া হয়েছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি পাওয়ার গ্রিড থেকে সম্পূর্ণভাবে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ইউক্রেন সরকার বলেছে যে সেই সংযোগ পুনরুদ্ধার করার কোনও সম্ভাবনা নেই।

Russia-Ukraine Conflict Live: ১২ হাজারেরও বেশি রুশ সেনা নিহত, দাবি ইউক্রেনের

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অব্যাহত। ইউক্রেনের দাবি অনুযায়ী, এ পর্যন্ত প্রায় ১২ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে। 

Russia-Ukraine War Live Updates: সুমি থেকে লিভে পৌঁছে গেল বেশ কিছু ভারতীয় ছাত্র

সুমি থেকে ভারতীয় পড়ুয়ারা লিভে পৌঁছে গেছে। সেখান থেকে ট্রেনে করে তাঁরা পোল্যান্ডের উদ্দেশে রওনা দেবে বলে জানা যাচ্ছে।

Russia-Ukraine Conflict Live: রাশিয়া ও বেলারুশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও কঠোর করবে ইউরোপীয় ইউনিয়ন


ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রেক্ষিতে রাশিয়া ও বেলারুশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও জোরাল করতে সম্মত হল ইউরোপীয় ইউনিয়ন 

Russia-Ukraine War Live Updates: সম্পূর্ণ একদিনের যুদ্ধবিরতিতে সম্মত ইউক্রেন ও রাশিয়া

পরপর দুটি যুদ্ধবিরতির পর রাশিয়া ও ইউক্রেন উদ্ধার করিডোরের জন্য সম্পূর্ণ একদিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সংবাদসংস্থার খবর অনুসারে, মানবিক করিডোরের জন্য সম্পূর্ণ একদিনের জন্য যুদ্ধবিরতিতে দুই দেশই রাজি হয়েছে।

Russia-Ukraine Conflict Live: হার মানব না, অস্ত্রও ত্যাগ করব না, রাশিয়ার নিন্দায় ইউক্রেনের ফার্স্ট লেডি

ইউক্রেনের ফার্স্ট লেডি অর্থাৎ প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির স্ত্রী ওলেনা জেলেনেস্কা ইউক্রেনে রাশিয়া হত্যালীলার নিন্দা করেছেন। তিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্য়মকে লেখা চিঠিতে এক আবেগবিহ্বল খোলা চিঠি লিখেছেন। তিনি বলেছেন, হার মানব না, অস্ত্রও ত্যাগ করব না।

Russia-Ukraine War Live Updates: ইউক্রেনের শহর সেভেরোডোনেস্টস্কে রাশিয়ার হানায় মৃত ১০

ইউক্রেনে অব্যাহত রাশিয়ার আক্রমণ। ইউক্রেনের পূর্ব প্রান্তের শহর সেভেরোডোনেস্টস্কে রাশিয়ার হানায় ১০ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় আধিকারিকদের উদ্ধৃত করে জানিয়েছে সংবাদসংস্থা।

Russia-Ukraine Conflict Live: রুশ আক্রমণের পর ইউক্রেন ছেড়েছেন ২০ লক্ষ মানুষ

রাশিয়ার আক্রমণের পর দুই সপ্তাহের কম সময়ের মধ্যে ইউক্রেন থেকে প্রায় ২০ লক্ষ মানুষ দেশ ছেড়েছেন। এর মধ্যে অর্ধেকই শিশু। ইউক্রেন ছেড়ে এই পলায়ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে বড় শরণার্থী সংকট তৈরি করতে চলেছে। রুশ সেনার দ্বারা অবরুদ্ধ শহরগুলিতে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ।

Russia-Ukraine War Live Updates: বুধবার ইউক্রেনের ছয়টি শহরে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার

যুদ্ধক্ষেত্রে থেকে লোকজনকে নিরাপদে সরে যাওয়ার সুযোগ দিতে বুধবার ফের ইউক্রেনের ছয়টি শহরে যুদ্ধবিরতির ঘোষণা করেছে রাশিয়া। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন  অনুসারে, এই ঘোষণা বুধবার সকালে করা হয়েছে। মানব করিডোর তৈরি করে যুদ্ধক্ষেত্রে আটকদের উদ্ধারের জন্য প্রস্তুত রুশ সেনা।

Russia-Ukraine Conflict Live: কিভে রুশ হামলার আশঙ্কা, জারি এয়ার অ্যালার্ট

ইউক্রেনের রাজধানী কিভে রুশ হামলার আশঙ্কা। আজ জারি হল হল এয়ার অ্যালার্ট। স্থানীয় বাসিন্দাদের বম্ব শেল্টারে যত দ্রুত সম্ভব আশ্রয় নেওয়ার আর্জি জানানো হয়েছে। স্থানীয় প্রশাসনের প্রধান ওলেস্কি কুলেবা এ কথা জানিয়েছেন।

Russia-Ukraine War Live Updates: মারিউপুলে রাস্তায় পড়ে মৃতদেহ, খিদের জ্বালায় দোকানের তালা ভাঙছেন লোকজন

 


ইউক্রেনের মারিউপুল রুশ হামলার পর ভয়াবহ ধ্বংসচিত্র রাস্তায় পড়ে থাকা মৃতদেহ থেকেই পরিষ্কার। সেইসঙ্গে বেশ কয়েকদিন ধরেই অভূক্ত লোকজন এখন দোকানপাটের তালাও ভাঙছেন। তৃষ্ণা মেটাতে বরফ গলিয়ে জল পান করছেন। রাশিয়ার গোলাগুলির শব্দে আতঙ্কিত লোকজন প্রাণ বাঁচাতে ব্যাঙ্কারে আশ্রয় নিয়েছেন।

Russia-Ukraine Conflict Live: দুদিনে দুই রুশ পদস্থ সেনা আধিকারিকের মৃত্যুর দাবি ইউক্রেনের

ইউক্রেনের দাবি, তাদের সেনাবাহিনীর আক্রমণে রাশিয়ার ভোল্গোগ্রাড ক্ষেত্রে রেজিমেন্টের লেফটেন্যান্ট কর্নেল ইউরি আগরকোভের মৃত্যু হয়েছে। এর আগে ইউক্রেন মেজর জেনারেল বিটালি গেরাসিমোভকে হত্যার দাবি করেছিল।

Russia-Ukraine War Live Updates: অপারেশন গঙ্গায় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ৯ জন বাংলাদেশিকে উদ্ধার করল ভারত

অপারেশন গঙ্গায় পাক মহিলাকে উদ্ধারের পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ৯ জন বাংলাদেশিকে উদ্ধার করল ভারত। সরকারি সূত্রে খবর, এর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অপারেশন গঙ্গার মাধ্যমে নেপাল ও তিউনিসিয়ার পড়ুয়াদেরও উদ্ধার করা হয়েছে বলে সূত্রের খবর। 

Russia-Ukraine Conflict Live: চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন, ইঙ্গিত আইএই-র

ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ার দখলে যাওয়ার পর ওই কেন্দ্রের সঙ্গে আইএই-র সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা (আইএই)-র প্রধান রাফায়েল গ্রোসি এই ইঙ্গিত দিয়ে বলেছেন, চেরনোবিল পারমাণবিক কেন্দ্রে বসানো সেফগার্ড মনিটরিং সিস্টেম থেকে আর তথ্য আসছে না। এই কেন্দ্রের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

Russia-Ukraine War Live Updates: রাশিয়া ও ইউক্রেনের বিভিন্ন ক্লাবের কোচ-ফুটবলারদের চুক্তি আপাতত বাতিল, ঘোষণা ফিফার

ইউক্রেনে রুশ হামলার জের। রাশিয়া ও ইউক্রেনের বিভিন্ন ক্লাবের কোচ-ফুটবলারদের চুক্তি আপাতত বাতিল, ঘোষণা ফিফার। তাঁরা এই দু’দেশ ছাড়া অন্য যে কোনও দেশেক ক্লাবে যোগ দিতে পারবেন।

Russia-Ukraine Conflict Live: রাশিয়ার ঋণমানের রেটিং ফের কমাল ফিচ

আন্তর্জাতিক ঋণমান  রেটিং সংস্থা ফিচ রাশিয়ার ঋণমানের রেটিং ফের কমাল। রাশিয়ার ঋণমানের হার আরও কমিয়ে বি-তে সি তালিকায় রাখল ফিচ। ঋণ শোধের ক্ষেত্রে অক্ষমতা অবধারিত, এই মতামতের পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ফিচ জানিয়েছে।

Russia-Ukraine War Live Updates: ইউক্রেন ছেড়ে বেরিয়ে আসতে পেরে মোদি ও ভারতীয় দূতাবাসকে ধন্যবাদ পাক মহিলার

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ছেড়ে বেরিয়ে আসতে পারায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভারতীয় দূতাবাসকে ধন্যবাদ জানালেন এক পাকিস্তানি মহিলা। তিনি জানিয়েছেন, ইউক্রেনে খুবই সঙ্গিন পরিস্থিতিতে ছিলেন। এই পরিস্থিতিতে সেখান থেকে তাঁকে উদ্ধারের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় ভারতীয় কর্তৃপক্ষ। এ জন্য তিনি মোদি ও ভারতীয় দূতাবাসকে ধন্যবাদ জানিয়েছেন।

Russia-Ukraine Conflict Live: রাশিয়ায় ব্যবসা বন্ধ করল কোকা-কোলা, পেসসি, ম্যাকডোনাল্ডসও

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য আরও কোণঠাসা রাশিয়া। বিক্রি বন্ধ করল মার্কিন বহুজাতিক সংস্থা কোকা-কোলা ও পেপসি। রাশিয়ায় সমস্ত রেস্তোরাঁ বন্ধ করেছে আরেক মার্কিন বহুজাতিক সংস্থা ম্যাকডোনাল্ডস-ও। অন্যদিকে, আগামী ৬ মাস বিদেশি মুদ্রা বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। 

Russia-Ukraine War Live Updates: ইউক্রেনকে পোল্যান্ডের মিগ যুদ্ধবিমান দেওয়ার প্রস্তাব খারিজ আমেরিকার

রুশ-ইউক্রেন যুদ্ধের আজ ১৪ তম দিন। এরইমধ্যে আজ খারকিভ, সুমি, চের্নিহিব ও মায়িউপোলে যুদ্ধবিরতির ঘোষণা করেছে রাশিয়া। আটকে পড়া লোকজনকে উদ্ধারের জন্য এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। এরইমধ্যে পোল্যান্ড জানিয়েছে, তাদের সমস্ত মিগ ২৯ ফাইটার বিমান আমেরিকার মাধ্যমে ইউক্রেনকে দিতে তারা প্রস্তুত। ওই যুদ্ধবিমানগুলিকে জার্মানিতে মার্কিন বায়ুসেনা ঘাঁটিতে পাঠানো হবে। যদিও আমেরিকা এই প্রস্তাব খারিজ করে দিয়েছে। তারা বলেছেন, পোল্যান্ডের এই প্রস্তাব যুক্তিসম্মত নয়।

Russia-Ukraine Conflict Live: রুশ সেনার ৮০টি কপ্টার, ৪৮টি যুদ্ধবিমান, ২৯০টি ট্যাঙ্ক ধ্বংসের দাবি ইউক্রেনের

ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে ইউক্রেনের একাধিক শহর। ইউক্রেনের দাবি, রুশ সেনার ৮০টি কপ্টার, ৪৮টি যুদ্ধবিমান, ২৯০টি ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে। পাল্টা, এখনও পর্যন্ত ইউক্রেনের প্রায় আড়াই হাজার সামরিক পরিকাঠামোকে ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া।

Russia-Ukraine War Live Updates: যুদ্ধ বিদ্ধস্ত ইউক্রেনকে ১০ মিলিয়ন ডলার অনুদান লিওনার্দো ডি ক্যাপ্রিওর

যুদ্ধ বিদ্ধস্ত ইউক্রেনকে ১০ মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন হলিউড অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও। হলিউড সূত্রে খবর, এই অনুদান মূলত ইউক্রেনের সেনাকে সাহায্য করার উদ্দেশ্যে তিনি দান করেছেন। 

Russia-Ukraine Conflict Live: ন্যাটোর সদস্য পদ পেতে আগ্রহী নয় ইউক্রেন, বললেন প্রেসিডেন্ট জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেছেন, তাঁদের দেশ ন্যাটোর সদস্যপদ নিয়ে কোনও জোরাজুরি করছে না। উল্লেখ্য, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের অন্যতম একটা বড় কারণ, ইউক্রেনের ন্যাটোর সদস্য হতে চাওয়া। মস্কোতে সন্তুষ্ট করতে জেলেনস্কি বলেছেন, ন্যাটোর সদস্য পদ পেতে আগ্রহী নন। একইসঙ্গে বলেছেন, দুই রুশ অধ্যুষিত এলাকার পরিস্থিতি নিয়েও তিনি সমঝোতার পথে হাঁটতে প্রস্তুত। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন অভিযানের আগে এই দুটি অঞ্চলকে স্বাধীন ঘোষণা করে স্বীকৃতি দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

Russia-Ukraine War Live Updates: ‘৩ লক্ষ মানুষ বন্দি’

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও গোলা মুহূর্মুহূ আছড়ে পড়ছে বিভিন্ন শহরে। ইউক্রেনের দাবি, মারিউপোল শহরে প্রায় ৩ লক্ষ মানুষকে বন্দি করে রেখেছে রাশিয়া। মৃত্যু হয়েছে এক শিশুর।

প্রেক্ষাপট

কিভ:  খারকিভের পর এবার ইউক্রেনের আরেক বড় শহর সুমিতে হামলার ধার বাড়িয়েছে রাশিয়া(Russia-Ukraine War)। চারদিকে শুধুই হামলার ছবি। গতকাল যুদ্ধের ১৩তম দিনে সুমিতে রাশিয়ার বিমান হামলায় ২১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। এর মধ্যেই ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের সুমি শহর থেকে ৬৯৪ ভারতীয় পড়ুয়াকেই (Indian Student) উদ্ধার (Rescue) করা হয়েছে।


এদিকে ইউক্রেনের বিদেশমন্ত্রীর দাবি, মারিউপোল শহরে প্রায় ৩ লক্ষ মানুষকে বন্দি করে রেখেছে রাশিয়া। মৃত্যু হয়েছে এক শিশুর।এর মধ্যেই প্রকাশ্যে এসেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একটি ভিডিও।ইতিমধ্যেই তাঁকে ৩ বার খুনের চেষ্টা হয়েছে বলে দাবি পশ্চিমের একাধিক সংবাদমাধ্যমের।আর প্রাণনাশের এই আশঙ্কার মধ্যেই রাশিয়াকে রীতিমতো চ্যালেঞ্চ ছুঁড়ে দিয়ে ইউক্রেনের ৪৪ বছর বয়সী প্রেসিডেন্ট তাঁর আস্তানার ঠিকানা প্রকাশ্যে ঘোষণা করেছেন।অর্থাৎ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনের প্রেসিডেন্ট বোঝাতে চেয়েছেন, তিনি ভীত নন।

এদিকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তৃতীয় দফার বৈঠকও নিস্ফলা হওয়ার পর বুধবার বৈঠকে বসবেন রাশিয়া ও ইউক্রেনের বিদেশমন্ত্রী। রাশিয়ার সামনে ভ্লাদিমির পুতিন ও ভলোদিমির জেলেনস্কির বৈঠকের প্রস্তাব দেবেন বলে জানিয়েছেন ইউক্রেনের বিদেশমন্ত্রী। তবে বৈঠকের মধ্যেই দিনে দিনে হামলার তেজ আরও বাড়াচ্ছে রাশিয়া।জলা জমির উপর অস্থায়ী সেতু তৈরি করে রুশ বাহিনীর কিভের দিকে এগিয়ে আসার ছবি সামনে এসেছে।
প্রকাশ্যে এসেছে ইউক্রেনের বিভিন্ন শহরে, রুশ বাহিনী ড্রোনের মাধ্যমে নজরদারি করার ছবিও।


ইউক্রেনের ইর্পিন শহরে রুশ হামলার ছবি সামনে এসেছে। স্থানীয় বাসিন্দারা যখন এলাকায় খালি করছিলেন তখনই মর্টার হামলা চালায় রাশিয়া। ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। রুশ সেনা বাহিনীকে আটকাতে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে ইউক্রেনও। তাঁদের দাবি, যুদ্ধে সোমবার রাশিয়ার মেজর জেনারেল ভিতালি গেরাসিমভের মৃত্যু হয়েছে।এই নিয়ে যুদ্ধে রাশিয়ার দ্বিতীয় মেজর জেনারেলের মৃত্যু হল।


ইউক্রেনের দাবি, রুশ সেনার ৮০টি কপ্টার,৪৮টি যুদ্ধবিমান ,২৯০টি ট্যাঙ্ক করা হয়েছে।পাল্টা, এখনও পর্যন্ত ইউক্রেনের প্রায় আড়াই হাজার সামরিক পরিকাঠামোকে ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। মস্কোর দাবি, ইউক্রেন সেনার ৮৭টি পোস্ট ও যোগাযোগ কেন্দ্র,১২৪টি যুদ্ধবিমান,৭৯টি র‍্যাডার স্টেশন,৯১টি রকেট লঞ্চার ও ৬৩৪টি সাঁজোয়া গাড়ি ধ্বংস করা হয়েছে।


রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই এবার, রাশিয়া থেকে তেল আমদানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.