মস্কো: ব্যবসায়িক স্বার্থ ভুলে ইউক্রেনের পাশে দাঁড়ানোর দাবি উঠছে সর্বত্র। সেই পরিস্থিতিতে রাশিয়ায় আপাতত ব্য়বসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ফাস্টফুড জায়ান্ট ম্যাকডোনাল্ড’স (MCDonald's) এবং প্রসাধনী সংস্থা ল’রিয়াল (L'Oreal)। রুশ আগ্রাসনে ইউক্রেনের (Russia Ukraine War) সাধারণ নাগরিকদের জীবনে যে বিপর্যয় নেমে এসেছে, তাতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে দুই সংস্থাই। 


বর্তমানে রাশিয়ায় ৮৫০টি রেস্তরাঁ রয়েছে ম্যাকডোনাল্ড’স-এর। আপাতত তার সবক’টিই বন্ধ রাখা হচ্ছে সেখানে। সংস্থার তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়, ‘ইউক্রেনে সাধারণ মানুষ যে দুর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, তা উপেক্ষা কার ক্ষমতা নেই আমাদের। তাই মানবিকতার খাতিরেই রাশিয়ায় ব্যবসা বন্ধের সিদ্ধান্ত।’’ 


ল’রিয়াল জানিয়েছে, রাশিয়ায় তাদের কর্মীর সংখ্যা প্রায় ২ হাজার ২০০। তা সত্ত্বেও সেখানে সংস্থার সমস্ত স্টোর এবং ই-কমার্স সাইট আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ল’রিয়ালের বিবৃতিতে বলা হয়, ‘‘ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ ঘোষণার তীব্র নিন্দা করি আমরা। এতে ইউক্রেনের সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।’’ 


আরও পড়ুন: Russia Ukraine Crisis: ‘ইউক্রেনে কখনও জয়ী হবেন না পুতিন’, রাশিয়ার তেল, গ্যাস নিষিদ্ধ করল আমেরিকা


উল্লেখ্য, ম্যাকডোনাল্ড’স মার্কিন সংস্থা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চালাকলীন, মার্কিন সরকার যেখানে রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়ে যাচ্ছিল, সেই সময়ও রাশিয়ায় নিজেদের ব্যবসা চালিয়ে যাচ্ছিল ইউক্রেন। সেই নিয়ে সম্প্রতে তীব্র নিন্দার মুখে পড়তে হয় তাদের। মার্কিন ঠান্ডা পানীয় সংস্থা কোকা-কোলা এবং আরও একাধিক সংস্থাকেও সমালোচনার মুখে পড়তে হয়। তার মধ্যেই মঙ্গলবার রাশিয়া থেকে তেল এবং প্রাকৃতিক গ্যাস আমদানি নিষিদ্ধ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার পরই ম্যাকডোনাল্ড’স-এর তরফে রাশিয়ায় ব্যবসা বন্ধের ঘোষণা করা হয়। 


অন্য দিকে, ল’রিয়াল একটি ফলাসি সংস্থা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ শুরু থেকেই রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সুপারিশ করে আসছেন। যুদ্ধবিরতি ঘোষণা করে, মানবিক করিডর গড়ে ইউক্রেনের আটকে থাকা সাধারণ মানুষকে উদ্ধারের পক্ষেও জোর সওয়াল করেন তিনি। তাঁর আবেদনে সাড়াও দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  এ বার ল’রিয়ালও রাশিয়ায় ব্যবসা বন্ধের পথে হাঁটল।