নয়াদিল্লি: পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকামাত্রই ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল শরীর। তার পর প্রায় দু’দশক কেটে গিয়েছে। কিন্তু মহাকাশচারী কন্যা কল্পনা চাওলা (Kalpana Chawla) আজও স্মৃতিতে গেঁথে রয়েছেন আম ভারতীয়র। ঘরের মেয়েকে এ বার আরও কাছ থেকে দেখার, চেনার, জানার সুযোগ চলে এল হাতের কাছে। আন্তর্জাতিক নারী দিবসে (International Women's Day 2022) নিলামে তোলা হল তাঁর অপ্রকাশিত কিছু ছবি। মুদ্রা নন ফাঞ্জিবল টোকেন (এনএফটি/NFT) হিসেবে সেগুলি নিলামে তোলা হচ্ছে।


এফটি নিলামের মাধ্যম গার্ডিয়ানলিঙ্ক কল্পনার ওই অপ্রকাশিত ছবি সামনে আনতে চলেছে। কল্পনার ১০টি অপ্রকাশিত ছবির ২৫টি প্রতিলিপি-সহ মোট ২৫০ এনএফটি রাখা হয়েছে। যে ছবিগুলি নিলামে উঠছে, সেগুলি আগে কোথাও, কখনও দেখা যায়নি। ছবির সঙ্গে জীবনদর্শন নিয়ে কল্পনার নিজের কিছু উক্তিও রয়েছে।


ওই সংস্থা জানিয়েছে, কল্পনার স্বামী জঁ-পিয়ের হ্যারিসনের অনুমতি সাপেক্ষেই ছবিগুলি নিলামে তুলছে তারা।নিজের বিবৃতিতে জঁ বলেন, ‘কল্পনার কৃতিত্ব তুলে ধরতে, ওর জীবনের বিভিন্ন মুহূর্তে তোলা বিরল, অপ্রকাশিত ছবির এনএফচয়ি প্রকাশে সম্মতি দিয়েছি আমি’। গোটা নিলাম প্রক্রিয়া অনলাইন মাধ্যমই সম্পন্ন হবে। নিলামে যে টাকা উঠবে তা ভারতের শিশুকল্যাণমূলক একটি সংগঠনে দান করা হবে বলে জানিয়েছেন তিনি। তবে নিলামে ন্যূনতম দর কতা রাখা হয়েছে, তা প্রকাশ করা হয়নি।


আরও পড়ুন: Russia Ukraine Crisis: রাশিয়ার তেলে নিষেধাজ্ঞার পথে বাইডেন


১৯৬২ সালের ১৭ মার্চ হরিয়ানার কার্নালে জন্ম কল্পনার। দেশভাগের সময় পাকিস্তানের শেখপুরা থেকে সেখানে এসে বসতি গড়ে তাঁর পরিবার। পঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেইউনিভার্সিটি অফ টেক্সাসে পড়তে যান কল্পনা। ইউনিভার্সিটি অফ কলোরাডো বোল্ডার থেকে পিএইচডি-ও অর্জন করেন। তার পরই মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা-য় কাজের সুযোগ পান।


২০০৩ সালের ১ ফেব্রুয়ারি শেষ মহাকাশ অভিযান সেরে ফিরছিলেন কল্পনা। কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকা মাত্রই মহাকাশ যানটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছড়ে পড়ে। তাতেই মৃত্যু হয় কল্পনার। খুঁজেপেতে পরে তাঁর দেহাংশ শনাক্ত করা হয়।