মস্কো: রাশিয়া ও ইউক্রেনের মধ্য যুদ্ধের কারণে সমগ্র বিশ্বজুড়েই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। দুই প্রতিবেশী দেশের মধ্যে প্রায় এক সপ্তাহ ধরে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে। ইউক্রেনে বিভিন্ন জায়গায় চলছে রাশিয়ার আক্রমণ। ইতিমধ্যেই হতাহতের সংখ্যা কয়েকশো।  এরইমধ্যে রাশিয়া ও ইউক্রেন আরও একবার আলোচনার টেবিলে মুখোমুখি বসতে চলেছে। দুই দেশের মধ্যে এই বৈঠকে কয়েকটি বিষয়ে ফের আলোচনার ব্যাপারে সহমতি হয়েছিল।এদিনের বৈঠক হবে বেলারুশে। 


রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক শীর্ষ সহযোগী জানিয়েছেন, বৃহস্পতিবারের এই বৈঠকের জন্য রুশ প্রতিনিধি দল বেলারুশ পৌঁছবে। এই প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন  ভ্লাদিমির মেন্ডেস্কি। বুধবার সন্ধেয় তিনি সাংবাদিকদের বলেন, আমার কাছে যে তথ্য রয়েছে, তা অনুসারে, ইউক্রেনের প্রতিনিধি দল কিভ থেকে রওনা দিয়েছে। কাল আলোচনা হবে বলে আশা করছি। 


রুশ প্রতিনিধি দলের প্রধান আরও বলেছেন যে, পোল্যান্ডের সীমান্ত সংলগ্ন বেলারুশের অন্তর্ভূক্ত একালায় আলোচনায় বসার ব্যাপারে দুই পক্ষই সহমত হয়েছে। 


অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির দফতরের পক্ষ থেকে তাদের প্রতিনিধি দলের বেলারুশ রওনা দেওয়ার কথা সংবাদসংস্থাকে জানানো হয়েছে। যদি, প্রতিনিধিদলের সদস্যরা কখন পৌঁছবেন, সে বিষয়ে কিছু জানানো হয়নি। তবে আজ  দুই পক্ষের আলোচনার বিষয়টি নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। 


উল্লেখ্য, ইতিমধ্যেই রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় রাশিয়ার ইউক্রেন আক্রমণের নিন্দা করা হয়েছে। সেই সঙ্গে রাশিয়াকে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার করতে বলা হয়েছে। এরইমধ্যে যুদ্ধ শুরুর পর দুই দেশের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা হতে চলেছে।


ইউক্রেনের দিমিত্রি কুলেবা বুধবার বলেন যে, আলোচনা শুরু করতে তাঁরা প্রস্তুত। একইসঙ্গে তিনি জানিয়েছেন, রাশিয়ার দাবির কোনও বদল হয়নি। তিনি আরও বলেছেন, কোনওরকম চরমপত্র মেনে নেওয়া হবে না। 


উল্লেখ্য, ইউক্রেনে চলছে তুমুল লড়াই। শোনা যাচ্ছে বড় বিস্ফোরণের শব্দ। এরইমধ্যে রোমানিয়ায় ভেঙে পড়েছে একটি মিগ টোয়েন্টি ওয়ান। যদিও খারাপ আবহাওয়াতেই এই দুর্ঘটনা বলে অনুমান। এখনও পর্যন্ত যুদ্ধে ৮ হাজার ৩৯৫ জন প্রাণ হারিয়েছেন বলে দাবি ইউক্রেনের। রুশ হামলা ঠেকাতে গিয়ে ইউক্রেন হারিয়েছে ১৯০টি ট্যাঙ্ক, ৬০টি ফাইটার জেট। পাল্টা রুশ সেনার ৩টি জেট ও ২টি হেলিকপ্টারকে গুলি করে নামিয়েছে বলে দাবি ইউক্রেনের।