কিভ: যুদ্ধ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার ইঙ্গিত মেলেনি এখনও পর্যন্ত। তার মধ্যেই রাশিয়ার (Russia Ukraine War) বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনল ইউক্রেন সরকার। তাদের দাবি, প্রশিক্ষিত খুনি পাঠিয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে (Volodymyr Zelensky) খুনের চেষ্টা করা হয়। শেষ মুহূর্তে তা ভেস্তে দেওয়া গিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (VladimirPutin) সরাসরি এর সঙ্গে যুক্ত বলে অভিযোগ করছে কিভ প্রশাসন।
ইউক্রেনের জাতীয় নিরাপত্তা সচিব ওলেক্সি দানিলভ দেশের এক সংবাদমাধ্যমে জেলেনস্কির উপর হামলার (Assassination Attempt on Volodymyr Zelensky ) পরিকল্পনা নিয়ে মুখ খোলেন। তিনি জানান, রাশিয়ার তরফে আততায়ী পাঠিয়ে জেলনস্কিকে খুনের চেষ্টা করা হয়। নির্দিষ্ট করে রাশিয়ার বিশেষ ভাবে প্রশিক্ষিত চেচেন বাহিনীকে দিয়ে জেলেনস্কিকে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ কিভের।
আততায়ীকে নিকেশ করা গিয়েছে বলে জানিয়েছে কিভ। তাদের দাবি, মারাত্মক কিছু ঘটে যাওয়ার আগেই গোপন সূত্রে বিষয়টি কানে পৌঁছয় তাদের। তাতেই অঘটন আটকানো গিয়েছে। রাশিয়ার ফেডারেল সিকিওরিটি সার্ভিস পুতিনের আগ্রাসন নীতিক বিরোধী, তারাই বিষয়টি তাদের জানায় বলেও দাবি করেছে কিভ।
আরও পড়ুন: Russia-Ukraine War: রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় রাশিয়ার বিরুদ্ধে ভোটদানে বিরত ভারত
তাঁকে খুন করা হতে পারে বলে এর আগে বুধবার দাবি করেন জেলেনস্কি। দেশের উদ্দেশে ভিডিও বার্তায় তিনি দাবি করেন যে, ইউক্রেনকে মানচিত্র থেকে মুছে ফেলাই লক্ষ্য রাশিয়ার। ইউক্রেনের ইতিহাসই রাখতে চায় না তারা। পুতিনের নির্দেশেই সব কিছু হচ্ছে বলে দাবি করেন তিনি।
প্রায় দু’মাস ধরে টানাপোড়েনের পর গত বৃহস্পতিবার ইউক্রেনে সেনা অভিযানের নির্দেশ দেন পুতিন। তার পর থেকে যত সময় গিয়েছে, ততই বেড়েছে আক্রমণ, পাল্টা আক্রমণের পালা। যুদ্ধবিরতি নিয়ে বেলারুশ সীমান্তে দু’পক্ষের মধ্যে বৈঠক হলেও, সমাধানসূত্র বেরোয়নি এখনও পর্যন্ত। তার মধ্যেই বুধবার রাতে ফের কিভে পর পর তীব্র বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানা গিয়েছে।