কিভ: প্রতিরোধের মুখে পড়ে সাময়িক গতিরুদ্ধ হলেও, ইউক্রেনে পিছু হটার লক্ষণ দেখাচ্ছে না রাশিয়া (Russia Ukraine War)। বরং এ বার দক্ষিণের খিরসান প্রদেশ (Kherson Captured by Russian Army) দখল করল তাদের সেনা। সেখানে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে রুশ সেনার ট্যাঙ্ক, সাঁজোয়া গাড়ি। রাস্তায় টহল দিতে দেখা গিয়েছে সশস্ত্র রুশ বাহিনীকে। স্থানীয় এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা যাচ্ছে।


রুশ বাহিনী খিরসানে ঢুকে পড়েছে এবং শহর দখলের চেষ্টা চালাচ্ছে বলে একটি রেডিও অনুষ্ঠানে জানান শহরের মেয়র ইগর কোলিখেভ। তিনি জানান, শহরের প্রধান রেল স্টেশন এবং একটি বন্দর ইতিমধ্যেই রুশ বাহিনীর হাতে উঠে গিয়েছে। রাস্তার মোড়ে মোড়ে মোতায়েন রয়েছে রুশ সেনা। তার পরই বুধবার সেখান থেকে যে ছবি সামনে এসেছে, তাতে ধূ ধূ শহরে শুধু রুশ সেনার অবস্থানই চোখে পড়েছে।


গতকাল ইগর জানিয়েছিলেন, রুশ বাহিনীকে (Russian Army) প্রতিহত করতে কম চেষ্টা চালাননি তাঁরা। ইউক্রেনীয় সেনা তো বটেই, বহু সাধারণ মানুষও মারা গিয়েছেন রুশ সেনার হাতে। কিন্তু শহরের দখল হয়ে যাওয়া প্রায় নিশ্চিত। তাই আপাতত নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার উপরই জোর দেওয়া হচ্ছে (Russia Ukraine War News)।



আরও পড়ুন: Russia Ukraine Conflict: কিভের পথে রুশ বাহিনীর ৬৪ কিমি লম্বা গাড়ির সারি, ধরা পড়ল উপগ্রহ চিত্রে


স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ক্রাইমিয়া হয়ে ঢুকে খিরসানে প্রবেশ করে রুশ সেনা। ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাস্তায় টহল দিতে দেখা যায় তাদের। মঙ্গলবার ভোর থেকে শুরু হয় গোলা-গুলি বর্ষণ। সেখানে আন্তর্জাতিক বিমানবন্দরের দিকেও এগোতে থাকে রুশ সেনা। প্রথমে কোমিশেনি শহরে একটি চেকপোস্ট গড়ে তোলে তারা। তার পরই শহর দখলে নামে।



বুধবার সকালে একে একে রেল স্টেশন এবং বন্দরটি দখল করে রুশ সেনা। তার পরই খিরসানের দখল তাদের হাতে চলে যায়। প্রায় ৩ লক্ষ মানুষের বাস খিরসানে। মিকোলাইভ এবং কাখোভকার মাঝে অবস্থিত খিরসান। কৌশলগত দিক থেকে দক্ষিণের এই গুরুত্বপূর্ণ প্রদেশ হাতছাড়া হলে, রুশ আগ্রাসন আরও দ্রুত গতিতে এগোবে বলে আশঙ্কা মনে করছে কূটনতিক মহল।