কিভ: পরমাণু কেন্দ্রের পর ইউক্রেনে এ বার জলবিদ্যুৎ কেন্দ্র দখলের দিকে রাশিয়া এগোচ্ছে রুশসেনা (Russian Army)। রবিবার যুদ্ধের একাদশতম দিনে এমনই দাবি করল ইউক্রেনীয় সেনা(Russia Unkraine War)। তাদের দাবি কিভের ১০০ কিলোমিটার দক্ষিণে কানিভ জলবিদ্যুৎ কেন্দ্রের  (Kaniv Hydroelectric Power Plant) দিকে এগোচ্ছে রুশ সেনা। নাইপার নদীর কাছে বিলুজারস্কি জাতীয় উদ্যানের উপর ঘোরাঘুরি করছে রুশ সেনার হেলিকপ্টার।


রবিবার সকালে ইউক্রেনীয় সেনার তরফে বিবৃতি জারি করে কানিভ নিয়ে সতর্কবার্তা জারি করা হয়। জানানো হয় যে, কিরসান থেকে কানিভের দিকে এগোচ্ছে রুশ সেনা। জলবিদ্যুৎ প্রকল্পটি দখল করাই তাদের লক্ষ্য।  সে দেশের সংবাদমাধ্যমের দাবি, ক্ষেপণাস্ত্র ছুড়ে জলবিদ্যুৎ প্রকল্পটি গুঁড়িয়ে দিতে চেয়েছিল তারা। কিন্তু ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী প্রযুক্তি ব্যবহার করে সেই প্রচেষ্টা ব্যর্থ করে দেয় ইউক্রেনীয় সেনা।  কিন্তু এ বার সামরিক ভাবে সুসজ্জিত হয়ে রাশিয়া কানিভের দিকে এগোচ্ছে বলে জানানো হয়েছে।


আরও পড়ুন: Russia-Ukraine War: 'মারিউপোলের ৪ লক্ষ মানুষ রাশিয়ার পণবন্দি', দাবি ইউক্রেনের।Bangla News


গত ২৪ মার্চ ইউক্রেনে সেনা অভিযানের ঘোষণা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার পর থেকে দফায় দফায় বৈঠক হলেও, সমাধানসূত্র বার হয়নি। সোমবার তৃতীয় দবার বৈঠকে বসার কথা দু’পক্ষের। কিন্তু শনিবার যে ভাবে অস্ত্রবিরতি সমঝোতা ভেস্তে গিয়েছে, তাতে আদৌ ওই বৈঠক ফলপ্রসূ হবে কি না সন্দেহ দেখা দিয়েছে। অস্ত্রবিরতি ঘোষণা করেও রাশিয়া আক্রমণ চালিয়ে যাচ্ছিল বলে অভিযোগ করছিল ইউক্রেনের। কিন্তু রাশিয়ার দাবি, মানবিক করিডর গড়ে উদ্ধারকার্য চালানোর সময় ইউক্রেনীয় সেনাই প্রথমে হামলা চালায়। রাশিয়ার তরফে তার জবাব দেওয়া হয় মাত্র। 


তার পর রাতভর বোমাবর্ষণ চলেছে বলে জানা গিয়েছে। খারকিভে লোকালয়ে একটি আবাসনের উপর রাশিয়া বিমান থেকে বোমাবর্ষণ করেছে বলে জানিয়েছ সে দেশের সংবাদমাধ্যম। পুড়ে ছাই হয়ে গিয়েছে আবাসনটি। রুশ সেনা ইউক্রেনীয় সেনার ২ হাজার ১০০-র বেশি সামরিক প্রতিষ্ঠানও গুঁড়িয়ে দিয়েছে বলে জানা গিয়েছে।


রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে দেশের সাধারণ মানুষকে আগেই  হাতে অস্ত্র তুলে নিতে আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ৩ হাজার মার্কিন স্বেচ্ছাসেবী যুদ্ধক্ষেত্রে তাদের হয়ে লড়াই করতে ইচ্ছুক বলে জানিয়েছে মার্কিন সরকার।