Russia-Ukraine War: 'মারিউপোলের ৪ লক্ষ মানুষ রাশিয়ার পণবন্দি', দাবি ইউক্রেনের।Bangla News

Continues below advertisement

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় ইউক্রেন (Ukraine)। ইউক্রেনে অস্ত্র সরবরাহ নিয়ে ন্যাটোকে (NATO) সতর্ক করল রাশিয়া (Russia)। ইউক্রেনে অস্ত্র সরবরাহ নিয়ে ইউরোপীয় ইউনিয়নকেও (European Union) সতর্কবার্তা। ইউক্রেনের দাবি, "মারিউপোলের ৪ লক্ষ মানুষকে পণবন্দি করেছে রাশিয়া। মারিউপোলে খাবার, জল, বিদ্যুৎ পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। আজভ সাগর তীরবর্তী বন্দর শহর অবরুদ্ধ করে রেখেছে রুশ সেনা। রাশিয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করায় উদ্ধারকাজ বন্ধ।" ইউক্রেনের বিরুদ্ধে পাল্টা বিদেশিদের পণবন্দি করার অভিযোগ রাশিয়ার। ইউক্রেনের দাবি, একদিনে ৫ রুশ বিমান, ৪ হেলিকপ্টার ধ্বংস করেছে তারা। ১১ দিনে রাশিয়ার ৪৪ যুদ্ধবিমান, ৪৪ হেলিকপ্টার ধ্বংসের দাবি ইউক্রেনের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram