মস্কো : একতরফাভাবে ইউক্রেনে (Ukraine) হামলা। এবার ব্যক্তিগতভাবে নিষেধাজ্ঞার মুখে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। তাঁকে দেওয়া সম্মানীয় তাইকোন্ডো ব্ল্যাকবেল্ট প্রত্যাহার করা নেওয়া হবে। এমনই ঘোষণা করল ওয়ার্ল্ড তাইকোন্ডো গভর্নিং বডি।


"জয়ের থেকেও বেশি মূল্যবান শান্তি।" এই নীতির কথা উল্লেখ করে ওয়ার্ল্ড তাইকোন্ডোর তরফে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা করা হয়েছে। বলা হয়েছে, "নিরীহ মানুষের উপর নৃশংস হামলা", এই খেলার "সম্মান ও সহ্যশক্তি" নীতিতে আঘাত হেনেছে।


তাই ওয়ার্ল্ড তাইকোন্ডোর তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ২০১৩ সালের নভেম্বর মাসে ভ্লাদিমির পুতিনকে যে সম্মানীয় ব্ল্যাকবেল্ট দেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করে নেওয়া হবে। এক বিবৃতিতে এমনই জানিয়েছে ওয়ার্ল্ড তাইকোন্ডোর গভর্নিং বডি। এর পাশাপাশি তাদের সংযোজন, ইউক্রেনে রুশ হামলার প্রতিবাদে তারা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির মতোই নিজেদের ইভেন্টে রাশিয়ার পতাকা ও জাতীয় সংগীতে নিষেধাজ্ঞা জারি করবে। 


অন্যদিকে ইউক্রেনে রুশ সেনার হামলার জেরে ফিফা এবং উয়েফার প্রতিযোগিতায় রাশিয়াকে সাসপেন্ড করা হবে। তা সে জাতীয় দল হোক বা ক্লাবস্তরের দল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে বলে জানানো হয়েছে ওই দুই সংগঠনের তরফে।


উয়েফা সমস্ত প্রতিযোগিতায় রাশিয়ার গ্যাজপ্রোম -এর সাথে তাদের অংশীদারিত্ব বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং অবিলম্বে তা কার্যকর করা হবে ৷ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা জাতীয় দলের প্রতিযোগিতা এবং উয়েফা ইউরো ২০২৪-সহ সব চুক্তি এই সিদ্ধান্তের আওতায় পড়বে।


যদিও আন্তর্জাতিক-চাপের মুখেও বড়সড় হামলার ছক রয়েছে রাশিয়ার। এমনই আশঙ্কা করা করা হচ্ছে। ৬৪ কিলোমিটার লম্বা কনভয় নিয়ে কিভের পথে এগোচ্ছে রুশ সেনা, উপগ্রহ চিত্রে ধরা পড়েছে সেই ছবি। আকাশ ও জলপথেও হামলার আশঙ্কা। কিভের নাগরিকদের বাঙ্কারে আশ্রয় নিতে বলা হয়েছে। রাজধানীর কাছেই একটি গ্রামে প্রসূতি হাসপাতালে গোলাবর্ষণ করেছে রুশ সেনা। এর আগে কিভ ও খারকিভের মধ্যবর্তী ওখতিরকা সেনাঘাঁটিতে রুশ হামলায় ৭০ জন ইউক্রেনিয় সেনার মৃত্যু হয়। পাল্টা ইউক্রেনের দাবি, যুদ্ধে সাড়ে ৫ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে। ধ্বংস হয়েছে ২৯টি যুদ্ধবিমান, ২৯টি হেলিকপ্টার, ১৯৮টি ট্যাঙ্ক সহ বহু সমরাস্ত্রর। এদিকে খারসন শহরও ঘিরে ফেলেছে রুশ সেনা। ভোলিন, টার্নোপিল, রিভনে ওব্লাস্ট-সহ ইউক্রেনের একাধিক শহরে জারি হয়েছে এয়ার রেড অ্যালার্ট। 


গতকাল কিভে পরপর হামলা চালায় রুশ বায়ুসেনা। পাল্টা রুশ এয়ার ডিফেন্স সিস্টেম উড়িয়ে দেয় ইউক্রেন। জেলেনস্কির দাবি, খারকিভে শান্তিপূর্ণ জনবহুল এলাকায় রকেট হামলা চালায় রাশিয়া। এই পরিস্থিতিতে যে সমস্ত বিদেশি নাগরিকরা স্বেচ্ছাসেবী হিসেবে ইউক্রেনের হয়ে যুদ্ধে লড়তে চান তাঁদের ভিসা নিয়ন্ত্রণ তুলে নেওয়ার জন্য ডিক্রি জারি করলেন জেলেনস্কি।