নয়া দিল্লি: ক্রমশ জটিল হচ্ছে ইউক্রেনের পরিস্থিতি। বোমা-গুলিতে ক্ষতবিক্ষত হয়ে চলেছে রাজধানী কিভ। সংবাদসংস্থা সূত্রে খবর, ইতিমধ্যেই রাশিয়ার বৃহত্তম সেনা কনভয় ঘিরে ফেলেছে ইউক্রেনের রাজধানীকে। এই পরিস্থিতিতে সে দেশে থাকা ভারতীয়দের মঙ্গলবার জরুরি বার্তা দিয়েছে ভারতীয় দূতাবাস। বলা হয়েছে, কোনও কিছু না ভেবে অবিলম্বে যেন কিভ ত্যাগ করেন তাঁরা। ট্রেন হোক কিংবা যেকোনও যান ধরে অন্যত্র সরে যাওয়ার বার্তা দেওয়া হয়েছে।
ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফেরানোর প্রক্রিয়াকে দ্রুততর করতে এবার অপারেশন গঙ্গায় ভারতীয় বায়ু সেনাকে উদ্যোগী হতে নির্দেশ প্রধানমন্ত্রীর। ভারতীয় বায়ুসেনার তরফে উদ্ধারকাজে বেশ কয়েকটি সি-১৭ এয়ারক্রাফট পাঠানোর সম্ভাবনা। খবর সূত্রের। এদিকে ইতিমধ্যেই ইউক্রেন থেকে ভারতে ফিরেছে সপ্তম অপারেশন গঙ্গা ফ্লাইট। রোমানিয়ার বুখারেস্ট থেকে আজ সকালে মুম্বই পৌঁছন ১৮২ জন ভারতীয়। মুম্বই বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে।
এদিকে, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি ফিরলেন পানাগড়ের বাসিন্দা জ্যোতি সিং। গতবছরের সেপ্টেম্বরে ইউক্রেনে ডাক্তারি পড়তে যান জ্যোতি। থাকতেন কিভের কাছাকাছি এক শহরে। ভারতীয় দূতাবাস থেকে বাসে করে পৌঁছে দেওয়া হয় রোমানিয়া সীমান্তে। সেখান থেকে বিমানে চড়ে রবিবার দিল্লি পৌঁছন জ্যোতি। এরপর ট্রেনে চড়ে গতকাল দুপুরে নামেন দুর্গাপুরে। ইউক্রেন-ফেরত মেডিক্যাল পড়ুয়ার দাবি, ইউক্রেন আটকে পড়া অসংখ্য ভারতীয় পড়ুয়া চূড়ান্ত সঙ্কটে রয়েছেন। মিলছে না পর্যাপ্ত খাবার ও পানীয় জল। বাঙ্কারে হিমঠান্ডায় দিন কাটছে তাঁদের। অবিলম্বে দেশে ফেরানো না হলে ওই পড়ুয়ারা আরও সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা।
বেলারুশে ইউক্রেনের সঙ্গে শান্তি-আলোচনা ব্যর্থ হওয়ার পর আরও বড়সড় হামলার ছক রাশিয়ার। ৬৪ কিলোমিটার লম্বা কনভয় নিয়ে কিভের পথে এগোচ্ছে রুশ সেনা, উপগ্রহ চিত্রে ধরা পড়ল ছবি। আকাশপথেও হামলার আশঙ্কা। রাজধানী শহরের নাগরিকদের বাঙ্কারে আশ্রয় নিতে বলা হয়েছে। এর মধ্যেই কিভ ও খারকিভের মধ্যবর্তী ওখতিরকা শহরে সেনাঘাঁটিতে রুশ হামলায় ৭০ জন ইউক্রেনিয় সেনার মৃত্যু হয়েছে। খারসন শহরও ঘিরে ফেলেছে রুশ সেনা। ভোলিন, টার্নোপিল, রিভনে ওব্লাস্ট-সহ ইউক্রেনের একাধিক শহরে জারি হয়েছে এয়ার রেড অ্যালার্ট।
গতকাল কিভেও পরপর হামলা চালায় রুশ বায়ুসেনা। পাল্টা রুশ এয়ার ডিফেন্স সিস্টেম উড়িয়ে দেয় ইউক্রেন। জেলেনস্কির দাবি, খারকিভে শান্তিপূর্ণ জনবহুল এলাকায় রকেট হামলা চালায় রাশিয়া। এই পরিস্থিতিতে যে সমস্ত বিদেশি নাগরিকরা স্বেচ্ছাসেবী হিসেবে ইউক্রেনের হয়ে যুদ্ধে লড়তে চান তাঁদের ভিসা নিয়ন্ত্রণ তুলে নেওয়ার জন্য ডিক্রি জারি করলেন জেলেনস্কি।