নয়াদিল্লি: নয় নয় করে তিন বছর ইউক্রেনের মসনদে তিনি। এতদিমন বিশ্বের সিংহভাগ মানুষ নামই শোনেননি তাঁর। কিন্তু রুশ আগ্রাসনের (Russia Ukraine War) বিরুদ্ধ যে ভাবে সামনে থেকে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছেন তিনি, তাতে ঘরে ঘরে এখন পরিচিত নাম হয়ে উঠেছেন ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy)। এ বার নোবেল শান্তি পুরস্কারের (Nobel Peace Prize) জন্য তাঁর নাম সুপারিশ করল ইউরোপের তাবড় রাষ্ট্র।
ইউরোপের বর্তমান এবং প্রাক্তন রাজনীতিকদের তরফে সম্প্রতি নোবেল কমিটির কাছে জেলেনস্কিকে শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার অনুরোধ জানানো হয়। নতুন করে মনোনয়ন পর্ব চালু করে ৩১ মার্চ পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর আর্জি জানানো হয় নোবেল কমিটিকে। ১১ মার্চ প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ‘নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বাড়ানোর আর্জি জানাচ্ছি আমরা, যাতে ইউক্রেনের প্রেসিন্ট জেলেনস্কিকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা যায়।’
জেলেনস্কি কেন নোবেল শান্তি পুরস্কারের দাবিদার, তার ব্যাখ্যাও দেওয়া হয় বিবৃতিতে। বলা হয়, ‘গণতন্ত্র এবং স্বশাসন রক্ষায় ইউক্রেনের নারী-পুরুষ নির্বিশেষে সকলে অসীম সাহসিকতার পরিচয় দিচ্ছেন। গণতান্ত্রিক ভাবে নির্বাচিত দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির হার না মানা আচরণ, চোখের জলে পরিবারকে বিদায় জানিয়ে দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত নাগরিক, কর্তৃ্ত্ববাদের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়ে ইউক্রেন।’
উল্লেশখ্য, কৌতুকাভিনেতা থেকে ২০১৯ সালে ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচিত হন জেলেনস্কি। তাঁর জীবন হার মানায় সিনেমার চিত্রনাট্যকেও। দেশের লক্ষ লক্ষ মানুষের কাছে এত দিন তিনি অনুপ্রেরণা ছিলেনই, গত তিন সপ্তাহে রুশ আগ্রাসনের বিরুদ্ধে সামনে থেকে দেশকে নেতৃত্ব দিয়ে গোটা বিশ্বের সামনে নজির তৈরি করেছেন তিনি। তাই নোবেল শান্তি পুরস্কারের জন্য জেলেনস্কির নাম সুপারিশ করা হয়েছে বলে জানাজানি হতেই নেটমাধ্যমে তাঁর পক্ষে সওয়াল করতে শুরু করেছেন লক্ষ লক্ষ মানুষ।
এক দিন আগেই জার্মান সংসদে বার্লিন দেওয়ালের প্রসঙ্গ টেনে রুশ আগ্রাসনের মোকাবিলায় একজোট হওয়ার বার্তা দেন জেলেনস্কি। জানান, বার্লিন দেওয়ালের মতোই স্বাধীনতা এবং দাসত্বের মাঝে নয়া দেওয়াল গড়ে তুলেছে রাশিয়া। তা ভেঙে গুঁড়িয়ে দিতে হবে সকলকে। গত ১৬ মার্চ আমেরিকা-সহ ইউরোপের দেশগুলিকেও বার্তা দেন তিনি। বলেন, “এই অন্ধকার মুহূর্তে আপনাদের একটাই প্রার্থনা আমার, আরও উদ্যোগী হতে হবে আপনাদের।”
২০২২ সালের নোবেল পুরস্কারের ঘোষণা হবে ৩ থেকে ১০ অক্টোবর পর্যন্ত। এ বছর নোবেল পুরস্কারের জন্য ২৫১ জনের নামে আবেদন জমা পড়েছে। আবেদন জমা পড়েছে ৯২টি সংস্থার তরফেও।