নয়াদিল্লি: ফের বিমানে বর্ণ বৈষম্যের শিকার এশিয়-মার্কিন যাত্রীরা। সম্প্রতি রুশ বিমান এরোফ্লট এশিয়-মার্কিন বিমানযাত্রীদের চামড়ার রং দেখে তাঁদের নিউইয়র্কের বদলে নয়াদিল্লি উড়ে যেতে বাধ্য করে। ঘটনার জেরে চারিদিকে নিন্দার ঝড় উঠেছে।
একটি প্রতিবেদনে প্রকাশিত খবর অনুযায়ী, ওই রুশ বিমানসংস্থার কর্মীরা ওই যাত্রীদের যাঁরা জন্মসূত্রে দক্ষিণ এশিয়, তাঁদের কার্যত হুমকি দিয়ে নিউইয়র্কের বদলে নয়াদিল্লিগামী বিমানে উঠিয়ে দেয়। ঘটনাটি ঘটেছে এই বছর ৭ জানুয়ারি। সূত্রের খবর, মস্কোয় স্টপওভারের সময় দক্ষিণ এশিয় যাত্রীদের নিউইয়র্কগামী বিমানে কার্যত উঠতে দেওয়া হয়নি। নিউইয়র্কে সেই সময় তুষারপাতের জন্যে একটি কানেক্টিং বিমান বাতিল হয়। কিন্তু সাদা চামড়ার মার্কিনবাসীদের পরে অন্য বিমানে নিউইয়র্ক যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হলেও, দক্ষিণ এশিয় যাত্রীদের কোনও রকমের ব্যবস্থা করে দেওয়া হয়নি। তাঁদের সেখানে দাঁড়িয়ে থাকতে বাধ্য করা হয়, দেওয়া হয়নি ট্রানজিট ভিসাও। এমনকি ওই যাত্রীদের মস্কোয় কোনও থাকার জায়গা পর্যন্ত দেয়নি সেখানকার প্রশাসন।
ওই যাত্রীদের আইনজীবী জানিয়েছেন, কোনওরকম সহযোগিতা না করে অভিযুক্ত বিমানসংস্থার কর্মীরা হুমকি দিয়ে বলে, হয় দক্ষিণ এশিয় যাত্রীরা ভারতের বিমানে উঠবেন, না হলে তাঁদের জোর করে ভারতে ফেরত পাঠানো হবে। অথচ ওই ঘটনায় আটকে যাওয়া প্রত্যেক যাত্রীই মার্কিন নাগরিক, কিন্তু চামড়ার রঙের জন্যে তাঁদের এধরনের বৈষম্যের শিকার হতে হয়েছে। এই বৈষম্যে কথা নিজের ফেসবুকে পোস্ট জানিয়েছেনও এক যাত্রী।
বর্ণ বৈষম্য! এশিয়-মার্কিন যাত্রীদের চামড়ার রং দেখে নিউইয়র্কের বদলে দিল্লি যেতে বাধ্য করল রুশ বিমান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Mar 2018 12:06 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -