নয়াদিল্লি: রাশিয়া ইউক্রেনের যুদ্ধের প্রভাব ফের পড়ল মহাকাশ গবেষণার উপর। ইউক্রেনে রাশিয়ান হামলার বিরুদ্ধে সরব হয়েছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি (European Space Agency)। প্রতিবাদ করতেই আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে EXOMARS-এর লঞ্চ। রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস (Roscosmos)-এর সঙ্গে যৌথ উদ্যোগে মঙ্গল অভিযানের কথা ছিল ইউরোপিয়ান স্পেস এজেন্সির (European Space Agency)। ওই এজেন্সির তরফে জানানো হয়েছে, গত দুদিন ধরে এই আলোচনা চলেছে। কঠিন হলেও এই সিদ্ধান্ত নিতে হয়েছে ইউরোপিয়ান স্পেস এজেন্সিকে। টুইট করা হয়েছে সংস্থার ডিরেক্টর জেনারেল জোসেফ অ্য়াসবেচারের (josef aschbacher) তরফে।
একটি বিবৃতিতে সংস্থার তরফে, ইউক্রেনে রাশিয়ান হামলার জন্য এবং হামলার জেরে বিপুল ক্ষয়ক্ষতি ও প্রাণহানির তীব্র নিন্দা করা হয়েছে। রাশিয়ার উপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তার সঙ্গে সম্পূর্ণ সহমত ইউরোপিয়ান স্পেস এজেন্সি। সেটাও জানানো হয়েছে বিবৃতিতে।
এর আগে রাশিয়ার (russia) তরফেও কড়া অবস্থান নেওয়া হয়েছিল। একাধিক শর্ত আরোপ করে ব্রিটিশ সংস্থার একাধিক উপগ্রহ লঞ্চ থমকে দিয়েছিল রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস (Roscosmos)। শর্তপূরণ না হলে তারা ওই কাজ করবে না বলেও জানানো হয়েছিল। তখন ইউরোপের কোনও স্পেস এজেন্সির সঙ্গে যৌথ উদ্যোগে কোনও কাজ রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা করবে না বলেও জানানো হয়েছিল।
আরও পড়ুন: হাজারখানেক মানুষের আশ্রয় মারিউপোলে থিয়েটারে অবিরাম গোলাবর্ষণ রুশ সেনার, মৃত্যুমিছিল