মস্কো: প্রবল পরাক্রম দেখিয়ে যুদ্ধ ঘোষণা করলেও, তাঁর নিজের শারীরিক অবস্থা মোটেই ভাল নয় বলে শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। বিজয় দিবসের কুচকাওয়াজে ঈষৎ খুঁড়িয়ে হাঁটা, ঘন ঘন কাশি, কম্বলে নিজেকে মুড়ে রাখা, এ সবও নজর এড়ায়নি কারও। রাশিয়ার (Russian President) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) শারীরিক অবস্থা নিয়ে এ বার চাঞ্চল্যকর তথ্য খোলসা করলেন সে দেশেরই এক ধনকুবের। তাঁর দাবি, পুতিনের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। তিনি ব্লাড ক্যানসারে (Blood Cancer) ভুগছেন।


পুতিনের স্বাস্থ্য নিয়ে চাঞ্চল্যকর দাবি


গত মার্চ মাসে আন্তর্জাতিক পত্রিকা ‘নিউ লাইনস ম্যাগাজিন’-কে দেওয়া সাক্ষাৎকারে ওই রুশ ধনকুবের পুতিনের অসুস্থতা এবং রাশিয়ার অর্থনৈতিক অবস্থা নিয়ে মুখ খোলেন। তবে নিরাপত্তাজনিত কারণে নিজের নাম-পরিচয় গোপন রাখার আবেদন জানান তিনি। তাতেই তিনি বলেন, “রাশিয়ার অর্থনীতিকে তছনছ করে দিয়েছেন পুতিন। শুধু রাশিয়াই নয়, ইউক্রেন-সহ আরও একাধিক দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছেন। আসলে ওঁর চিন্তাভাবনাই অন্যরকম। মস্তিষ্কের বিকৃতিতে গোটা পৃথিবী উল্টে দিতে পারেন।”


ওই ধনকুবেরের সঙ্গে কথোপকথনের একটি অডিও রেকর্ডিং প্রকাশ করেছে ‘নিউ লাইনস ম্যাগাজিন’। তাদের দাবি, বয়ান রেকর্ড করা হচ্ছে, তা জানতেন না ওই ধনকুবের। তাই সবকিছুই উগরে দিচ্ছিলেন তিনি। তাতেই পুতিনের স্বাস্থ্য নিয়েও মন্তব্য করতে গিয়ে দ্বিধাবোধ করেননি। ১১ মিনিটের ওই অডিও রেকর্ডিং-কে সামনে রেখে ওই পত্রিকা রুশ ধনকুবেরের যে উদ্ধৃতি সামনে এনেছে, তা হল, “আমরা তো চাইছি, পুতিনের মৃত্যু হোক। ওঁর ক্যানসার ওঁকে খেয়ে নিক। নইলে অভ্যুত্থান ঘটিয়ে অন্তত ওঁকে ক্ষমতা দেখে সরানো হোক।” ‘নিউ লাইনস ম্যাগাজিন’ জানিয়েছে, পুতিন যে ব্লাড ক্যানসারেই ভুগছেন, এমনটাও নির্দিষ্ট করে বলতে শোনা যায় ওই ধনকুবেরকে।


আরও পড়ুন: Covid 19 Symptoms: লাগাতার চরিত্রবদল কোভিডের, তার জেরে উপসর্গেরও রকমফের, ভূরি ভূরি উদাহরণ


ওই ধনকুবের রাশিয়ার ২০০ বিত্তশালীদের মধ্যে একজন বলে জানা গিয়েছে। কিন্তু রাশিয়া সরকার যদি মনে করে কেউ ‘ভুয়ো খবর’ ছড়াচ্ছেন, সে ক্ষেত্রে কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে। দেশের বাইরে থাকলেও সেই ঝুঁকি নিতে নারাজ ওই ধনকুবের। বিশেষ করে ইউক্রেনের সঙ্গে শান্তিস্থাপনে উদ্যোগী হওয়ায় সম্প্রতি চেলসি কর্তা রোমান অ্যাব্রামোভিচ-সহ বেশ কয়েক জনের উপর বিষপ্রয়োগ করা হয় বলে খবর আসার পর আরও সতর্ক তিনি। তাই নাম-ধাম প্রকাশ করতে চাননি ওই রুশ ধনকুবের।


পুতিনের অসুস্থতার সত্যতা জানায়নি মস্কো


তবে ওই ধনকুবের একা নন, এর আগে ইউক্রেনের শীর্ষ সেনা গুপ্তচরও পুতিন ক্যানসার আক্রান্ত বলে দাবি করেন। রাশিয়ার একটি স্বতন্ত্র সবাদমাধ্যমকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যমও জানায় যে, যেখানেই যান না কেন, সারা ক্ষণ তাঁর সঙ্গে তিন জন চিকিৎসক থাকেন। তাঁদের মধ্যে একজন ক্যানসার বিশেষজ্ঞ। সুস্থ হয়ে উঠতে সাইবেরিয়ার স্থানীয়দের বিশ্বাস অনুযায়ী, পুতিন বলগা হরিণের শিংয়ের রক্তে স্নানও করেন বলে দাবি করা হয় ওই রিপোর্টে।