নয়াদিল্লি: পাকিস্তানে হাফিজ সঈদের মুক্তিতে তীব্র অসন্তুষ্ট মার্কিন প্রশাসন। তাদের মত, মুম্বই সন্ত্রাসের মাথার ছাড়া পাওয়া থেকে পরিষ্কার, পাকিস্তান ভারতের সঙ্গে সম্পর্ক ভাল করতে চায় না, আলোচনায় বসারও পক্ষপাতী নয়। নাম প্রকাশে অনিচ্ছুক ট্রাম্প প্রশাসনের এক কর্তা বলেন, সঈদকে রাষ্ট্রপুঞ্জ সন্ত্রাসবাদী বলে ঘোষণা করেছে। আমাদের অর্থ দপ্তর ওকে বিশেষ জঙ্গি বলে জানিয়েছে। ওর বিচারে সাহায্য করার মতো তথ্য দিলে ১ কোটি মার্কিন ডলার পুরস্কারও ঘোষণা করেছি আমরা। সুতরাং ও যে সন্ত্রাসবাদী নেতা, সে ব্যাপারে কোনও সংশয়ই নেই। তাই ওকে অবাধে ঘুরে বেড়াতে দেওয়া, জনসভায় ভাষণ বা বিবৃতি দিতে অনুমতি দেওয়া পাকিস্তানের স্বার্থের প্রতি অনুকূল নয়। তাদের মাটি সন্ত্রাসবাদীদের বিচরণভূমি নয় বলে পাকিস্তানের দাবির সঙ্গে এটা মিলছে না।

এদিকে এদিন খবর ছড়িয়ে পড়ে, আন্তর্জাতিক মহলের নিন্দায় চাপে পড়ে ছেড়ে দেওয়ার এক সপ্তাহের মধ্যেই হাফিজ সঈদকে ফের গ্রেফতার করেছে পাকিস্তান। সূত্রের খবর ছিল, পাকিস্তান সরকার এবার মুম্বই হামলার মাস্টারমাইন্ডের বিরুদ্ধে নতুন একগুচ্ছ অভিযোগ পেশ করতে চলেছে। কিন্তু পরে জানা যায়, খবরটি ঠিক নয়।
সন্ত্রাসবাদে হাত থাকার মামলায় সঈদের বিরুদ্ধে উপযুক্ত তথ্যপ্রমাণ পাওয়া যায়নি, এই কারণ দেখিয়ে তাকে গৃহবন্দি দশা থেকে ছেড়ে দিতে গত ২৪ নভেম্বর নির্দেশ দিয়েছিল পাকিস্তানের এক আদালত।
সঙ্গে সঙ্গে এর তীব্র প্রতিবাদ জানায় ভারত। আমেরিকাও পাকিস্তানকে জানিয়ে দেয়, সঈদকে ফের গ্রেফতার করতে হবে, নইলে এর প্রভাব পড়বে পাক-মার্কিন সম্পর্কে। সঈদের ছাড়া পাওয়ার ঘটনায় প্রবল উদ্বেগ জানায় তারা। ঘটনাচক্রে, গত পরশু প্রাক্তন পাক সেনাপ্রধান ও প্রেসিডেন্ট পারভেজ মুশারফ নিজেকে সঈদের কট্টর সমর্থক বলে দাবি করে তার সঙ্গে অতীতে দেখা করেছেন বলে ঘোষণা করেন। বলেন, আমি সঈদকে পছন্দ করি। সঈদের সংগঠন লস্কর-ই-তৈবারও প্রশংসা করেন তিনি।