ইসলামাবাদ: পাকিস্তান বিব্রত, আতঙ্কিত? আমেরিকার ভারতকে প্রিডেটর গার্ডিয়ান ড্রোন বিক্রির ছাড়পত্র দেওয়ার খবরে পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র নাফিস জাকারিয়ার মন্তব্যে সেই ইঙ্গিতই রয়েছে।
কয়েকটি দেশের ভারতকে উন্নত মানের অস্ত্রশস্ত্র বিক্রির পদক্ষেপের প্রতিক্রিয়ায় তিনি এর ফলে উপমহাদেশে কৌশলগত ভারসাম্য নষ্ট হবে বলে উদ্বেগ প্রকাশ করেন। বলেন, পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চে লাগাতার মুখ খুলবে। আন্তর্জাতিক মহলেরও উচিত দক্ষিণ এশিয়ায় তাদের কার্যকলাপ, নীতি ইতিবাচক দিক থেকে খতিয়ে দেখা।
পাকিস্তান নিজের নিরাপত্তার প্রতি সবসময় সচেতন এবং যে কোনও মূল্যে তা রক্ষা করা হবে বলেও জানান জাকারিয়া।
পাশাপাশি পাকিস্তানে হক্কানি নেটওয়ার্ক ঘাঁটি গেড়ে রয়েছে, এই অভিযোগও খারিজ করেন তিনি। জাকারিয়ার দাবি, আফগানিস্তানে নিহত হয়েছে হক্কানি গোষ্ঠীর একাধিক কমান্ডার। এতে পরিষ্কার, ওদের ডেরা আছে সেখানেই, পাকিস্তানের মাটি থেকে কাজ করে না ওরা। পাকিস্তানে হক্কানিরা আছে, এই দাবি স্রেফ প্রচার, পাকিস্তানের ওপর দোষ চাপানোর চেষ্টা।
পাকিস্তানে তালিবান, জামাতুল আহরার, ইসলামিক স্টেট ও আল কায়েদার কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠীর সংগঠিত উপস্থিতি নেই বলেও দাবি করেন জাকারিয়া।
বলেন, সাম্প্রতিক সেনেটর জন ম্যাককেইনের নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদলের পাকিস্তান সফরে আফগানিস্তান সংক্রান্ত বিষয়গুলি আলোচিত হয়েছে।
এখানেই শেষ নয়, সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ের মধ্যে কাশ্মীরীদের হত্যা করতে, তাদের সম্পত্তি ধ্বংস করতে রাসায়নিক পদার্থবাহী অস্ত্র ব্যবহার করছে, এমন অভিযোগ রয়েছে বলেও জানান জাকারিয়া। বলেন, যদি সত্যিই প্রমাণ হয়, অস্ত্রের মধ্যে রাসায়নিক উপাদান আছে, তবে আন্তর্জাতিক রীতিনীতি লঙ্ঘন করা হবে, রাসায়নিক অস্ত্র সংক্রান্ত কনভেনশন অনুসারে ভারতের যে দায়বদ্ধতা আছে, তাও অস্বীকার করা হবে। তিনি আন্তর্জাতিক সংগঠনগুলিকে দিয়ে অভিযোগের সত্যতা খতিয়ে দেখার দাবি তোলেন।
ভারতকে কয়েকটি দেশের উন্নত মানের অস্ত্র বিক্রিতে নষ্ট হবে কৌশলগত ভারসাম্য, আশঙ্কা পাকিস্তানের
Web Desk, ABP Ananda
Updated at:
06 Jul 2017 09:32 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -