রিয়াধ: আইএসের প্রতি সহানুভূতি ও ভিসা লঙ্ঘনের অভিযোগে গত চার মাসে সৌদি আরব প্রায় ৩৯ হাজার পাকিস্তানিকে দেশে ফেরত পাঠিয়েছে। এর পাশাপাশি, পাকিস্তান থেকে যাঁরা আসছেন, তাঁদের সম্পর্কে খুঁটিনাটি খতিয়ে দেখারও নির্দেশ দিয়েছেন সৌদি আরবের এক শীর্ষ নিরাপত্তা আধিকারিক। কারণ, তাঁদের মধ্যে কেউ কেউ জঙ্গি সংগঠন আইএসআইএসের প্রতি সহানুভূতিসম্পন্ন হতে পারেন বলে আশঙ্কা করছে সৌদি কর্তৃপক্ষ।
নিরাপত্তা সূত্র উল্লেখ করে সৌদি গেজেট জানিয়েছে, ভিসা সংক্রান্ত বসবাস ও কাজের নিয়ম ভঙ্গের জন্য গত চার মাসে ৩৯ হাজার পাক নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। সূত্রটি আরও জানিয়েছে, আইএসের মদতপুষ্ট কয়েকটি জঙ্গি কার্যকলাপে বেশ কিছু পাক নাগরিকের জড়িত থাকার ঘটনা সাধারণ মানুষ ও সমাজে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
নিরাপত্তা আধিকারিকরা জানিয়েছে, মাদক পাচার, চুরি, প্রতারনা ও মারধরের ঘটনায় অনেক পাক নাগরিকই ধরা পড়েছে। এর পরিপ্রেক্ষিতে শৌরা কাউন্সিলের নিরাপত্তা কমিটির চেয়ারম্যান আবদুল্লা আল-সাদৌনে সৌদি আরবে কোনও পাকিস্তানিকে কাজে নিযুক্ত করার আগে বিস্তারিত তথ্য খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। ওই দেশ থেকে যাঁরা আসছেন তাঁদের সম্পর্কে খুঁটিয়ে জানতে পাকিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখার নির্দেশ দিয়েছেন তিনি।
সাদৌনে বলেছেন, পাকিস্তান থেকে যাঁরা আসছেন তাঁদের রাজনৈতিক ও ধর্মীয় আনুগত্য খতিয়ে দেখতে হবে।
সৌদি স্বরাষ্ট্রমন্ত্রকের একটি দফতরের তথ্য অনুযায়ী, জঙ্গিকার্যকলাপের অভিযোগে ৮২ জন সন্দেহভাজন পাকিস্তানি বন্দী রয়েছে। সম্প্রতি আল-হাজারাত ও আল নাসিমে জঙ্গি দমন অভিযানে এক মহিলা সহ ১৫ পাকিস্তানি ধরা পড়েছে। জেড্ডায় মার্কিন কনসুলেটের সামনে গাড়ি পার্কিংয়ে এক পাকিস্তানির আত্মঘাতী বিস্ফোরণ ঘটানোর প্রসঙ্গও মন্ত্রক উল্লেখ করেছে।
আইএসের প্রতি সহানুভূতি ও ভিসা লঙ্ঘনের অভিযোগে সৌদি আরব ফেরত পাঠাল ৩৯ হাজার পাকিস্তানিকে
ABP Ananda, web desk
Updated at:
08 Feb 2017 01:33 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -