কলকাতা: সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনই নতুন নতুন ঘটনার ভিডিও দেখা যায়। এরইমধ্যে এমন একটি ভিডিও অন্তর্জালে ছড়িয়ে পড়েছে, যা দেখলে বোঝা যাবে, গাড়িতে যাওয়ার সময় কেন সিট বেল্ট বাঁধা জরুরি। ৫৪ সেকেন্ডের ওই ভিডিওটি একটি বাসের ভেতরের সিসিটিভি ফুটেজ। ওই ফুটেজে ধরা পড়েছে, বাসটির সঙ্গে একটি গাড়ির ধাক্কার পরবর্তী দৃশ্য। দেখা গেছে, যে যাত্রীরা সিট বেল্ট বেঁধেছিলেন তাঁরা দুর্ঘটনার সময় তাঁদের সিটের সঙ্গেই আটকে ছিলেন। অন্যরা সিট থেকে ছিটকে পড়ে যান।
চিনের হুনান প্রদেশের ঝুঝোউ শহরের হাইওয়েতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। বাসটি উল্টে যায়। এই ঘটনায় বাসের মাত্র একজন যাত্রী জখম হয়েছেন। ফুটেজটি থেকে স্পষ্ট, সিট বেল্টের কারণেই যাত্রীদের প্রাণরক্ষা হয়। তাই গাড়িতে যাওয়ার সময় সিট বেল্ট বেঁধে নেওয়াটাই নিরাপদ।
দেখুন ভিডিও-