রাষ্ট্রপুঞ্জ:  সাম্প্রতিক কালে ভারত-পাকিস্তানে শিশুদের ওপর নির্যাতনের হার ক্রমশই বেড়ে চলেছে, এবং সেটা নিঃসন্দেহে চিন্তার, মত রাষ্ট্রপুঞ্জের প্রধানের। এই সমস্যার সমাধানে রাষ্ট্রপুঞ্জ মনে করে অবিলম্বে ওই সমস্ত দেশে মহিলাদের শিক্ষা ও ক্ষমতায়নের ওপর বিশেষ নজর দেওয়া উচিত।


সম্প্রতি ভারতে এক আট মাসের শিশুকন্যাকে ধর্ষণ করে তার ২৮ বছরের জ্যাঠতুতো দাদা। তার আগে গতমাসে পাকিস্তানে সাত বছরের জৈনাবকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করে ফেলে দেওয়া হয়। সেই ঘটনায় প্রতিবাদে জ্বলে ওঠে গোটা পাকিস্তান। এই দুই ঘটনাই মারাত্মকভাবে নাড়া দিয়েছে রাষ্ট্রপুঞ্জকে, জানিয়েছেন রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেল অ্যান্তোনিও গুতেরাসের মুখপাত্র স্টিফানি দুজারিক। দুজারিক তাঁর বক্তব্যে আরও বলেন, সারা দুনিয়ার কোনও দেশ নেই যেখানে মহিলারা হিংসার শিকার নন। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সব জায়গাতেই মহিলাদের ওপর হিংসা ঘটছে এবং ঘটবেও। তবে সেই হিংসার পরিমাণ কমাতে রাষ্ট্রপুঞ্জ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নের চেষ্টা করছে। এমনকি প্রত্যেককে শেখানো হচ্ছে, মহিলাদেরও সম্মান করা উচিত, তাঁরা শুধু ভোগ্যবস্তু নয়।

মহিলাদেরও সমান অধিকার আছে স্বাস্থ্য, শিক্ষায়। ভারত-পাকিস্তানে এভাবে শিশুকন্যাদের ওপর বেড়ে চলা নির্যাতনে লাগাম পড়াতে তত্পর রাষ্ট্রপুঞ্জ, এবং তারজন্যে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ।