করাচি: ছবির কনটেন্ট, থিম আপত্তিকর বলে মনে হওয়ায় শাহরুখ-মাহিরার 'রঈস'-কে মুক্তি দিচ্ছে না পাকিস্তানের সেন্সর বোর্ড। ভারতীয় ছবি দেখার জন্য হাপিত্যেস করা পাক দর্শকদের আশাহত করল তারা।
পাক বোর্ডের একটি সরকারি সূত্র বলেছে, ওই ফিল্মে মুসলিমদের নেতিবাচক ঢঙে দেখানো হয়েছে। ছোট করা হয়েছে ইসলাম, একটি বিশেষ ধর্মীয় গোষ্ঠীকে। পাশাপাশি মুসলিমদের তুলে ধরা হয়েছে অপরাধী, ওয়ান্টেড লোকজন, সন্ত্রাসবাদী হিসাবে।
গত সপ্তাহেই একেবারে হালের বলিউডি ছবিগুলি সিনেমা হলে দেখানোর অনুমতি দেয় পাক সরকার। তারপরই রঈস-এর ডিস্ট্রিবিউটর সংস্থা হাম ফিল্মস ছবিটি দেখানোর ছাড়পত্র চেয়ে আবেদন করে বোর্ডের কাছে। হাম ফিল্মস-এর এক কর্তা অবশ্য এ নিয়ে মুখ খুলতে চাননি। তিনি শুধু জানান, এখনও সেন্সর বোর্ডের কাছ থেকে সরকারি ভাবে কোনও বার্তা আসেনি তাঁদের কাছে।
ভারতীয় ছবির সম্প্রচারে অঘোষিত নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ইতিমধ্যে পাক প্রেক্ষাগৃহগুলিতে দেখানো হচ্ছে কাবিল, অ্যায় দিল হ্যায় মুশকিল। কিন্তু সূত্রটি বলে দিয়েছে, আজ সেন্সর বোর্ডে গৃহীত সিদ্ধান্ত মতো পাকিস্তানে রিলিজ করছে না রঈস। ছবিতে মুসলিমদের খুবই খারাপ ভাবে তুলে ধরা হয়েছে, ফলে নানা গোষ্ঠীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। জনসমক্ষে দেখানোর মতো নয় ছবিটি।
বোর্ড সদস্যদের এহেন অভিমত তার চেয়ারম্যান মোবাসির হাসান সমর্থন করেছেন বলে জানিয়েছে আরেকটি সূত্র।
তবে পাকিস্তানের ভিতরেই কেউ কেউ বোর্ডের মত মানতে নারাজ। সে দেশের নামী ফিল্ম পরিবেশক নাদিম মান্ডভিওয়ালার বক্তব্য, রঈস হলে দেখানোর অনুমতি মিলছে না, অথচ ডিভিডি-র বাজারে ছবিটির প্রিন্ট চাইলেই মিলছে!