ওয়াশিংটন: সাতটি দেশ থেকে উদ্বাস্তু, নাগরিকদের আমেরিকায় ঢোকার ওপর ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা জারির ঘোষণার পর মার্কিন মুলুকে অস্থিরতার আবহ। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্টের সিগনেচার টুপি পরে থাকায় স্কুল বাসে মার খেল ১২ বছরের কিশোর। মিসৌরির পার্কওয়ে স্কুল ডিস্ট্রিক্টয়ের সহপাঠীরা গেভিন নামে ষষ্ঠ গ্রেডের ওই পড়ুয়াকে ব্যঙ্গবিদ্রূপ, শারীরিক নিগ্রহও করেছে সে 'মেক আমেরিকা গ্রেট এগেন' লেখা টুপি পরায়। স্থানীয় এক টিভি চ্যানেলকে গেভিন বলেছে, এক সময় ছেলেটি এত ক্ষিপ্ত হয়ে পড়ে যে আমাকে ধাক্কা মেরে বাসের জানালায় ঠেসে ধরে আঘাত করতে থাকে। কোনওক্রমে ওকে ঠেলে সরিয়ে দিই। কিন্তু আক্রান্ত হওয়া সত্ত্বেও গেভিনকেই এ ঘটনার পর সাসপেন্ড করা হয় বলে অভিযোগ।
তাঁর ছেলেকে উদ্দেশ্যপ্রনোদিত ভাবে নিশানা করেই হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ করেছেন গেভিনের মা ক্রিস্টিনা কর্টিনা। তিনি বলেছেন, একজন অভিভাবকের কাছে এটা হতাশাজনক ঘটনা। রাজনৈতিক উত্তেজনা রয়েছে দেশে। মনে হয়, তারই শিকার হল আমার ছেলে।