করাচি: পাকিস্তানেও ‘ফ্যান’-ঝড়! প্রতিবেশী দেশের বক্স অফিসেও শাহরুখ-তুফান। রিলিজ হওয়ার তিনদিনের মধ্যেই ৫ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে কিং খানের ‘ফ্যান’-এর আয়। এটি নতুন রেকর্ড, জানিয়েছেন পাকিস্তানে ফ্যান ডিস্ট্রিবিউটর সংস্থা জিও ফিল্মস-এর এক কর্তা।
তিনি বলেছেন, সবচেয়ে বেশি পয়সা এসেছে করাচি, লাহোর থেকে। অভূতপূর্ব সাড়া মিলেছে শাহরুখের অনুরাগীদের কাছ থেকে। পরের এক সপ্তাহের অগ্রিম বুকিং শেষ অধিকাংশ সিনেমা হল, মাল্টিপ্লেক্সে।
পাকিস্তানের সুপরিচিত ছবির ডিস্ট্রিবিউটর তথা হল মালিক নাদিম মান্ডবিওয়ালা বলেছেন, শাহরুখ এমন এক তারকা যাঁর ওপর বাজি রাখা যায়। তারকা হিসাবে হলে দর্শক টানায় ওর ক্ষমতা যে কতটা প্রবল, সেটা ছবি মুক্তি পাওয়ার প্রথম তিনদিনেই পরিষ্কার। করাচিতে সব শোয়ের টিকিট নিঃশেষিত।
তিনি জানিয়েছেন, শাহরুখের ছবিটি নিয়ে পাকিস্তানে তুমুল আগ্রহ তৈরি হয়েছে। এর একটা কারণ অবশ্য এটাই যে, বড় বাজেট, বড় তারকাদের নিয়ে ছবি তৈরির সময় পাকিস্তানে বলিউডি সিনেমার বড় বাজারের কথাও মাথা রাখা হচ্ছে। ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি এখন বুঝেছে যে, পাকিস্তানের বাজারে ভাল ব্যাবসা হবে। তাই তারা পাকিস্তানেও ছবির প্রমোশনে জোর দিচ্ছে।
প্রসঙ্গত, পারভেজ মুশারফের আমলেই পাকিস্তানে ভারতীয় ছবির সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
প্রথম ৩ দিনেই আয় ৫ কোটি ছাড়িয়ে রেকর্ড, পাকিস্তানেও ‘ফ্যান’-ঝড়!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Apr 2016 07:50 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -