ইসলামাবাদ: নওয়াজ শরিফের ইস্তফার পর পাকিস্তানের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী কে, তা নিয়ে তুমুল জল্পনার মধ্যেই তাঁর দল পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)-এর শীর্ষ নেতারা দফায় দফায় বৈঠক চালিয়ে যাচ্ছেন নিজেদের মধ্যে। শোনা যাচ্ছে, নওয়াজের ভাই, পঞ্জাব প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী শেহবাজ শরিফের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা উজ্জ্বল।
দলীয় সূত্রের বক্তব্য, ৬৫ বছর শেহবাজই প্রধানমন্ত্রী পদে স্বাভাবিক বাছাই। তাঁকে একজন অক্লান্ত কর্মী, পাক্কা কাজের লোক, দাদার প্রতি অনুগত, শাসক মহলের সুনজরে রয়েছেন বলে জানিয়েছে সূত্রটি।
তবে ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য না হওয়ায় এখনই প্রধানমন্ত্রী হতে পারছেন না শেহবাজ। প্রধানমন্ত্রী পদে বসতে গেলে তাঁকে আগে পার্লামেন্টে ভোটে জিতে নির্বাচিত হতে হবে।
এই পরিস্থিতিতে শরিফের আস্থাভাজনদের মধ্যে থেকে কাউকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসাবে বাছাই করতে হবে। শেহবাজ যে মূহূর্তে ন্যাশনাল অ্যাসেম্বলিতে নির্বাচিত হবেন, সরে যাবেন তিনি।
পাকিস্তানে এমন অবশ্য এই প্রথম হচ্ছে না। পারভেজ মুশারফের সময় তাঁর মনোনীত শওকত আজিজকে তাঁর দল ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগ-কিউ তাঁকে জিতিয়ে নিয়ে আসা পর্যন্ত চৌধুরি সুজ্জাত হুসেইনকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করা হয়েছিল।
তবে শেহবাজকে প্রধানমন্ত্রী করার সবচেয়ে বড় সমস্যা হল, পঞ্জাবে সরকার চালানোয় তাঁর বিকল্প কেউ নেই। পাকিস্তানের শাসন ক্ষমতায় থাকতে গেলে পঞ্জাবের নিয়ন্ত্রণ হাতে রাখা যে কোনও দলের কাছেই অত্যন্ত জরুরি। সূত্রের খবর, শেহবাজের ছেলে হামজা সম্ভাব্য মুখ্যমন্ত্রীদের দৌড়ে থাকতে পারেন।
আবার এমনও খবর হাওয়ায় ভাসছে যে, কাজ চালানোর প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ, প্রাক্তন পেট্রলিয়ামমন্ত্রী শাহিদ খাহান আব্বাসি, প্রাক্তন যোজনা মন্ত্রী আহসান ইকবাল ও ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আয়াজ সাদিক।
তবে নিজের জায়গায় সাময়িক বা পাকাপাকি কাকে শেষ পর্যন্ত বাছবেন, তা একেবারেই শরিফের ওপর নির্ভর করছে। তাঁর সিদ্ধান্তই মানতে হবে সবাইকে।
শরিফকে পানামা পেপার্স নথিতে ফাঁস হওয়া বেআইনি সম্পত্তি সংক্রান্ত তথ্য ঘিরে অসদাচরণের দায়ে প্রধানমন্ত্রী পদে বরখাস্ত করে আজ পাক সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, তাঁর ও তাঁর ছেলেমেয়েদের বিরুদ্ধে দুর্নীতি মামলা দায়ের করতে হবে। ইস্তফা দিয়েছেন শরিফ।
শরিফের জায়গায় পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছেন ভাই শেহবাজ, দাবি সূত্রের
Web Desk, ABP Ananda
Updated at:
28 Jul 2017 08:52 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -