বেজিং: চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। তাঁর সঙ্গে ছিলেন অন্যান্য ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা।


সিকিম সীমান্তে ভুটানের ডোকা লায় চিনের রাস্তা বানানো নিয়ে ভারত ও চিনের মধ্যে ১ মাসের বেশি সময় ধরে বিবাদ চলছে। প্রকাশ্যে কোনও পক্ষ কিছু না বললেও ডোভালের চিন সফরের প্রধান উদ্দেশ্য এ ব্যাপারে হেস্তনেস্ত করা বলে মনে করা হচ্ছে।

গতকাল ব্রিকস বৈঠকের ফাঁকে চিনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইয়াং জিয়েচির সঙ্গে দেখাও করেন তিনি। ডোকা লা অচলাবস্থা নিয়ে বেজিং কোনও মন্তব্য না করলেও দ্বিপাক্ষিক সম্পর্ক সংক্রান্ত বড় সমস্যা মেটাতে এই বৈঠক হয়েছে বলে তারা তাৎপর্যপূর্ণভাবে জানিয়েছে।

ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে ভারত ছাড়াও রয়েছে ব্রাজিল, রাশিয়া, চিন ও দক্ষিণ আফ্রিকা। নানা বিষয়ে ব্রিকসের মধ্যে বোঝাপড়া বাড়াতে আজ সারাদিন ধরে বৈঠক হয়। তারপর সব জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা সাক্ষাৎ করেন চিনা প্রেসিডেন্টের সঙ্গে।

এদিন ব্রিকসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে চিনা আধিকারিকদের বৈঠকে অবশ্য কোনও পক্ষকে করমর্দন করতে দেখা যায়নি।