সূত্রের খবর, মৃতা দন্ত চিকিত্সার ছাত্রী ছিলেন। মারা যাওয়ার আগের দিনও তিনি পরীক্ষায় বসেছিলেন।
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। বিস্তারিত রিপোর্ট পাঠানো হয়েছে সিন্ধের মুখ্যমন্ত্রীর কাছে। এই ঘটনায় তদন্ত প্রক্রিয়া স্বচ্ছ থাকবে, আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
মৃতার ভাইদের দাবি, ঘটনার ২ ঘণ্টা আগে সবাইকে মিষ্টি খাওয়ান নিমরিতা। তাহলে কেন সে আত্মহত্যা করবে। পরিবারের সন্দেহ, খুনই করা হয়েছে তাঁকে। ট্যুইটারে সরব হয়েছেন অন্যান্যরাও।
পাকিস্তানের সিন্ধুপ্রদেশের লারকানায় ছাত্রীবাসে এক হিন্দু তরুণীর রহস্যমৃত্যুর ঘটনা ঘিরে করাচিতে পথে নামে আমজনতা। প্রাথমিক তদন্তে অনুমান, খুন হয়েছেন ওই যুবতী। গলায় একটি কাপড়ের ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয়েছে তাঁর দেহ। মৃতার নাম নিমরিতা। তাঁর ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল।