অমৃতসর: তীর্থ করার নামে পাকিস্তানে গিয়ে বিয়ে করে সে দেশেই থাকতে শুরু করেছেন এক শিখ বিধবা। মহিলার নাম কিরণ বালা, বয়স বছর একত্রিশ। পঞ্জাবের হোশিয়ারপুরের গড়শঙ্কর শহরের বাসিন্দা কিরণ বিয়ে করে ফেলেছেন লাহোরের এক বাসিন্দাকে। নিজের ৩ টে ছোট্ট ছেলেমেয়েকে রেখে গিয়েছেন বৃদ্ধ শ্বশুরের কাছে।

কিরণের আচমকা এমন সিদ্ধান্তের কোনও কূলকিনারা পাচ্ছে না ভারতীয় বিদেশ মন্ত্রক। তাঁকে জোর করে ধর্ম পরিবর্তন করিয়ে বিয়ে করতে বাধ্য করা হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। শিরোমণি গুরদোয়ারা প্রবন্ধক কমিটি অভিযোগ করেছে, ভারতীয় গোয়েন্দা আধিকারিকরা পুরোপুরি ব্যর্থ হয়েছেন ঘটনা কোন দিকে যাচ্ছে বুঝতে।

ধর্ম পাল্টানোর পর কিরণের নাম হয়েছে আমনা বিবি।  যাঁকে তিনি বিয়ে করেছেন তাঁর নাম মহম্মদ আজম। কিরণের বক্তব্য, বছরদেড়েক ধরে তাঁদের সোশ্যাল মিডিয়ায় আলাপ, নিজের ইচ্ছেয় এই বিয়ে ও ধর্মান্তরণের সিদ্ধান্ত বলে তাঁর দাবি।

৫ বছর আগে দুর্ঘটনায় কিরণের স্বামীর মৃত্যু হয়। তাঁর শ্বশুর তারসেম সিংহ আগে গুরুদ্বারে পুরোহিত ছিলেন, পুত্রবধূকে দেশে ফিরিয়ে আনার জন্য বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে অনুরোধ করেছেন তিনি। একই অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ বাদলকে। তাঁর সন্দেহ, আইএসআইয়ের হাতে পড়েছেন বিধবা পুত্রবধূ।

[embed]https://twitter.com/ANI/status/987065685145767936?ref_src=twsrc%5Etfw&ref_url=https%3A%2F%2Ftimesofindia.indiatimes.com%2Findia%2Fwidow-on-pilgrimage-marries-settles-in-pakistan%2Farticleshow%2F63837872.cms&tfw_site=timesofindia[/embed]

শিরোমণি গুরদোয়ারা প্রবন্ধক কমিটির নেতৃত্বাধীন জাঠার সঙ্গে বৈশাখী উৎসব পালন করতে ১২ তারিখ পাকিস্তান রওনা দেন কিরণ। আটারি সীমান্ত পার হয়ে প্রতিবেশী দেশে যান তাঁরা। ১৬ তারিখ লাহোরের দারুল উলাউম নইমিয়ায় গিয়ে ইসলাম গ্রহণ করেন তিনি। তারপর বিয়ে করেন আজমকে।