দামাস্কাস: সিরিয়ার বিভিন্ন স্থানে বিস্ফোরণে অন্তত ৪৮ জনের মৃত্যু হল। আহত হয়েছেন বহু মানুষ। ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠী একটি জায়গায় বিস্ফোরণের দায় স্বীকার করেছে। তবে অন্যত্র বিস্ফোরণগুলির পিছনে কারা রয়েছে, তা এখনও জানা যায়নি।

 

সিরিয়ার সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মূলত সরকারের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলিতেই বিস্ফোরণ ঘটানো হয়েছে। রাজধানী দামাস্কাসের বাইরে একটি রাস্তায় সেনাবাহিনীর চেকপয়েন্ট, হাসাকেহ শহরে কুর্দ নিরাপত্তারক্ষীদের দফতর, হোমস শহর, টারটাস শহরের বাইরে আরজুনা সেতুতে জোড়া বিস্ফোরণ হয়েছে।  টারটাসে প্রথমে গাড়িবোমা বিস্ফোরণ হয়। তারপর যখন বহু মানুষ আহত ব্যক্তিদের উদ্ধার করার জন্য জমায়েত হন, তখন এক আত্মঘাতী জঙ্গি বিস্ফোরণ ঘটায়। এই দুটি বিস্ফোরণে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন এবং ৪৩ জন আহত হয়েছেন। হাসাকেহ শহরে মোটরবাইক বিস্ফোরণে অন্তত আট জনের মৃত্যু হয়েছে।

 

২০১১ সালের মার্চ মাসে সরকার-বিরোধী বিদ্রোহ শুরু হওয়ার পর থেকে টারটাস শহরেই হিংসার ফলে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। সিরিয়ার অন্যান্য শহর ছেড়ে বহু মানুষ এখানে আশ্রয় নিয়েছেন। ফলে টারটাসে সমস্যা বেড়েছে। সিরিয়ার বিভিন্ন শহরে সরকার-বিরোধীদের পাশাপাশি আইএস-এর সঙ্গেও সেনাবাহিনীর লড়াই চলছে। আইএস নিয়মিতভাবে হামলা চালিয়ে যাচ্ছে। এ বছরের জুলাই মাসে হাসাকেহ শহরে একটি বেকারির বাইরে মোটরসাইকেল বিস্ফোরণে ১৬ জনের মৃত্যু হয়। ফেব্রুয়ারি মাসে আল জাহরা শহরে জোড়া গাড়িবোমা বিস্ফোরণে ৫৭ জনের মৃত্যু হয়েছিল।