ওয়াশিংটন: মার্কিন সুপ্রিম কোর্ট আংশিক বহাল রাখল ডোনাল্ড ট্রাম্পের ৬টি দেশ থেকে আমেরিকায় লোকজনের ঢোকা বন্ধ করে জারি করা সাম্প্রতিক নির্দেশ। মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্ত ঘিরে দুনিয়াজুড়ে সমালোচনা, বিতর্কের ঝড় উঠলেও তা আপাতত আমেরিকার সর্বোচ্চ আদালতের সবুজ সঙ্কেত পেল।
আগামী অক্টোবরে বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ শুনানি হবে। তার আগে আজ ট্রাম্পের নির্দেশ সাময়িক বহাল রেখে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, আমেরিকার কোনও ব্যক্তি বা সংস্থার সঙ্গে বৈধ সম্পর্ক নেই, এমন লোকজনের ক্ষেত্রে প্রযোজ্য হবে ওই নিষেধাজ্ঞা।
কয়েক মাস আগেই ক্ষমতায় এসে প্রেসিডেন্ট নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি কার্যকর করে ট্রাম্প ঘোষণা করেন, ৬টি দেশের নাগরিকদের আমেরিকায় আসার ওপর ৯০ দিনের নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। পাশাপাশি ১২০ দিন আমেরিকায় প্রবেশ করতে পারবে না শরণার্থীরাও। ওই দেশগুলি মূলত মুসলিম অধ্যুষিত। এর ফলে ধর্মীয় বিদ্বেষমূলক আচরণের অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে, যা নিয়ে শোরগোল হয় দুনিয়াজুড়ে।
ট্রাম্পের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে মামলা পেশ হয় আমেরিকার বিভিন্ন আদালতে। বেশ কয়েকটি নিম্ন আদালত নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশ দেয়। অন্তত দুটি ফেডেরাল কোর্ট ট্রাম্পের নিষেধাজ্ঞার নির্দেশ আটকে দেয়। ফলে সাময়িক ধাক্কা খান ট্রাম্প। শেষ পর্যন্ত অবশ্য সর্বোচ্চ আদালত নিম্ন আদালতের স্থগিতাদেশ খারিজ করে ট্রাম্পের নির্দেশই খানিকটা বহাল রাখল।
গত সপ্তাহেই তিনি জানিয়ে দেন, আদালত নিষেধাজ্ঞা বৈধ বলে রায় দেওয়ার ৭২ ঘন্টার মধ্যেই তা কার্যকর হবে। অর্থাত্ নিষেধাজ্ঞা অনুসারে ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয় ও ইয়েমেন, এই ৬টি দেশ থেকে ৯০ দিন পর্যন্ত আমেরিকায় ঢুকতে পারবে না কেউ।
প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে সন্ত্রাসবাদের ইস্যু জুড়ে দিয়ে দেশের সুরক্ষার প্রশ্ন তুলে ওই ৬টি দেশ থেকে লোকজনের আমেরিকায় আসা নিষিদ্ধ করার কথা বলেছিলেন ট্রাম্প। তিনি যুক্তি দেখিয়েছিলেন, জাতীয় নিরাপত্তার স্বার্থেই জরুরি ওই নিষেধাজ্ঞা।
৬টি দেশ থেকে আমেরিকায় ঢোকায় ট্রাম্পের নিষেধাজ্ঞা আংশিক বহাল রাখল মার্কিন সুপ্রিম কোর্ট
Web Desk, ABP Ananda
Updated at:
26 Jun 2017 09:21 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -