প্রসঙ্গত, দীর্ঘদিন সৌদিবাসীরা করমুক্ত জীবন কাটিয়েছেন। কিন্তু ২০১৪ সাল থেকে অপরিশোধিত তেলের বাজারে মন্দাভাব আসে। তাই অন্য পথে রাজস্ব আদায় করতে এবার ভ্যাট লাগুর ভাবনা-চিন্তা করছে সৌদি প্রশাসন।
সৌদি আরব হল বিশ্বের সর্ববৃহৎ তেল রপ্তানিকারী রাষ্ট্র এবং আরবের সবচেয়ে বড় অর্থনীতি রয়েছে এখানে। কিন্তু সেখানকার অর্থনীতিতে সম্প্রতি যে মন্দা ভাব দেখা দিয়েছে, সেটা নিয়ন্ত্রণ করতে বহু নির্মাণ প্রকল্পের কাজ থেমে গেছে। কমিয়ে দেওয়া হয়েছে সেখানকার মন্ত্রিসভার মন্ত্রীদের মাইনে।
বর্তমানে সেখানে তেলের ব্যবসা ছাড়াও অন্য ক্ষেত্রে বেশি মনযোগ দেওয়া হচ্ছে, অর্থনীতিকে অন্যভাবে চাঙ্গা করার চেষ্টা চলছে। এভাবেই এবছরের বাজেট ঘাটতি ২০২০ সালের মধ্যে পুষিয়ে যাবে বলে আশাপ্রকাশ করেছে সেখানকার প্রশাসনিক আধিকারিকরা।
সেখানকার ক্যাবিনেটের সমস্ত সদস্যদের সম্মতি নিয়ে ভ্যাট প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।