ওয়াশিংটন: রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ লাভের দাবিকে সরাসরি সমর্থন জানিয়েছিল আমেরিকার ওবামা প্রশাসন। এবার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার উত্তরসূরী ডোনাল্ড ট্রাম্পও কি এ ব্যাপারে একই পথে হাঁটবেন? এই প্রশ্নের জবাব ঝুলিয়ে রাখলেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট ট্রাম্পের মুখপাত্র সিন স্পাইসার। সোমবার সংবাদমাধ্যমের এ সংক্রান্ত প্রশ্নের উত্তরে স্পাইসার বলেছেন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদলাভের বিষয়টি নিয়ে তিনি বিস্তারিত কিছু বলতে চান না। একইসঙ্গে তিনি বলেছেন, দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্পের আমলে মার্কিন নীতি এখনও চূড়ান্ত রূপ পায়নি। এক্ষেত্রে নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ লাভের বিষয়টি মার্কিন বিদেশ নীতিতে অগ্রাধিকারের তালিকায় থাকে কিনা, তা এখন দেখার বিষয়।
উল্লেখ্য, ওবামা নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদ লাভের দাবিকে পূর্ণ সমর্থন করেছিলেন। মার্কিন শরিক ফ্রান্স ও ব্রিটেনও ভারতের দাবিকে সমর্থন জানিয়েছে। রাশিয়ার অবস্থান এক্ষেত্রে দ্বিমুখী। অন্যদিকে, এর তীব্র বিরোধী।
উল্লেখ্য, প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় ট্রাম্প ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রেসিডেন্ট পদে শপথগ্রহণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলার সময়ও ট্রাম্প জোরের সঙ্গে বলেছিলেন, ভারতকে প্রকৃত বন্ধু ও বিশ্বের বিভিন্ন সমস্যার সমাধানে শরিক হিসেবে মনে করে আমেরিকা।
উল্লেখ্য, প্রেসিডেন্ট পদে দায়িত্বভার গ্রহণের পর যে সমস্ত রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ট্রাম্প কথা বলেছিলেন তাঁর মধ্যে পঞ্চম ছিলেন মোদী। ফ্রান্স ও ব্রিটেনের মতো গুরুত্বপূর্ণ শরিক দেশ এবং রাশিয়ার মতো শক্তিধর দেশের প্রধানদের সঙ্গে কথা বলার আগেই মোদীর সঙ্গে কথা বলেছিলেন ট্রাম্প।
উল্লেখ্য, বিশ্ব ব্যবস্থা নতুন করে গড়ে তোলার যে কথা ট্রাম্প বলেছেন, তার সঙ্গে ভারতের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ লাভের বিষয়টি খুবই সামঞ্জস্যপূর্ণ। এশিয়ায় চিনকে টক্কর দিতে ট্রাম্প ভারতের দিকে ঝুঁকতে পারেন বলে অনুমান।
নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদের দাবি সম্পর্কে অবস্থান খোলসা করলেন না ট্রাম্পের মুখপাত্র
ABP Ananda, web desk
Updated at:
31 Jan 2017 12:27 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -