মিশিগান:  ধর্ষিতা তরুণী, কিশোরী, নাবালিকা, ধর্ষণ করে খুন। এমন নানা খবর প্রতিদিন সংবাদমাধ্যমের শিরোনামে আসে। কিন্তু মাঝেমধ্যে উল্টো ঘটনাও ঘটছে, অত্যাচারিত হচ্ছে কিশোররাও। মার্কিন যুক্তরাষ্ট্রে মিশিগানের সাগিনাও টাউনে ছুরি ঠেকিয়ে এক কিশোরকে ধর্ষণ করল এক কিশোরী। জানা গিয়েছে অষ্টাদশী ওই কিশোরী যে ছেলেটিকে ধর্ষণ করেছে, তার বয়স ১৯ বছর। কিশোরীকে চিহ্নিত করেছে পুলিশ। মেয়েটির নাম লেস্টিনা মেরি স্মিথ।

সূত্রের খবর, স্মিথ কিশোরকে তার সঙ্গে সম্পর্কে আবদ্ধ হওয়ার জন্যে বেশ কয়েকদিন ধরেই জোরজবরদস্তি করছিল। তারপর একদিন জোর করে শারীরিক সম্পর্ক করে, ঘনিষ্ঠ মুহূর্তের সেই ছবি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। ছেলেটি জানিয়েছে, কিশোরী তার গাড়িতে জোর করে উঠে আসে। তারপর ছেলেটির মুখে ঘুষি মেরে তার থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। এরপর ছুরি ঠেকিয়ে গাড়ির পিছনে চলে ধর্ষণ।

আপাতত অভিযুক্ত কিশোরীর ৩১৩ দিনের জেল হয়েছে। এই সময় তার শরীরে  জিপিএস যন্ত্র লাগানো থাকবে। তবে স্মিথ এর আগেও ফ্রাস্ট ডিগ্রি অপরাধের জন্যে জেলে গিয়েছে। জানা গিয়েছে, মেয়েটি বিচারককে একটি চিঠিও লিখেছিল, যেখানে সে আবেদন জানায় তাকে যেন কোনওভাবেই জেলে পাঠানো না হয়। যদিও সে আবেদনে কর্ণপাত করেননি বিচারক।