হিথরো বিমানবন্দরে হামলার হুমকি ট্যুইট জঙ্গিদের
Web Desk, ABP Ananda | 02 Jul 2016 02:49 PM (IST)
লন্ডন: লন্ডনের হিথরো বিমানবন্দরে হামলা চালানোর হুমকি দিয়ে ট্যুইট করল সন্দেহভাজন জঙ্গিরা। তারা নিজেদের আইএস সমর্থক বলে দাবি করেছে। সাইট ইন্টেলিজেন্স গ্রুপ জানিয়েছে, রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে সেদেশ থেকে হিথরোর উদ্দেশে উড়ে আসা একটি বিমানে হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছে সন্দেহভাজন জঙ্গিরা। হিথরোর পাশাপাশি লস অ্যাঞ্জেলেস এবং নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরেও হামলার আশঙ্কা রয়েছে। জঙ্গিদের এই হুমকির পরিপ্রেক্ষিতে দেশবাসীকে সতর্ক থাকার অনুরোধ করেছে ব্রিটিশ সরকার। পরিবহণ মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। অন্য দেশগুলির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। জনগণের নিরাপত্তার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। সবাইকে সতর্ক থাকতে হবে।