টেক্সাস: ফের বন্দুকবাজের হামলায় কেঁপে উঠল মার্কিন মুলুক। রবিবার স্থানীয় সময় বেলা ১১টা বেজে ২০ মিনিট নাগাদ দক্ষিণ টেক্সাসের গির্জায় ঢুকে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে এক বন্দুকবাজ। এই হামলার ঘটনায় এখনও পর্যন্ত ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, জখম ২০। হামলার সময় গির্জায় প্রার্থনায় মগ্ন ছিলেন উপস্থিত মানুষরা। টেক্সাস প্রশাসনের তরফে হামলাকারীর পরিচয় গোপন রাখা হলেও, ল এনফোর্সমেন্টের আধিকারিকের তরফে দাবি করা হয়েছে হামলকারীর নাম ডেভিন প্যাট্রিক কেলি। সাদা চামড়ার ২৬ বছরের এই তরুণ মার্কিন বায়ুসেনার সঙ্গে যুক্ত ছিলেন। ২০১২ সালে তাঁকে স্ত্রী-সন্তানকে হেনস্থা করার অভিযোগে কোর্ট-মার্শাল করা হয়। দুবছর পর খালাস করা হয়।
প্রসঙ্গত, একবার স্ত্রীর ওপর অত্যাচার, পরবর্তী সময় নিজের সন্তানের ওপর অত্যাচারের অভিযোগ উঠেছিল হামলাকারীর বিরুদ্ধে। ২০১৪ সালে অশালীন আচরণের অভিযোগে হামলাকারীকে খালাস করা হয়। ডিসচার্জের ফলে হামলকারীর এক বছরের জেল হয় এবং যে পদমর্যাদায় তিনি বায়ুসেনায় কর্মরত ছিলেন, সেটা হ্রাস পায়। অ্যানে স্টেফানেক নামের এক মুখপাত্র জানিয়েছেন, নিউ মেক্সিকোয় হলোম্যান বায়ুসেনার লজিস্টিক রেডিনেস বিভাগে ২০১০ সাল থেকে ডিসচার্জ হওয়ার আগে অবধি কর্মরত ছিলেন কেলি।
সুদারল্যান্ড স্প্রিঙের ফার্স্ট ব্যাপটিস্ট গির্জায় গতকালের হামলার ঘটনাটি ঘটে। আক্রান্তদের মধ্যে ৫ থেকে ৭২ সব বয়সের মানুষই ছিলেন। জানা গিয়েছে, হামলার সময় এক স্থানীয় বাসিন্দা হামলাকারীকে নিরস্ত্র করতে নিজের বন্দুক থেকে গুলি করেন। নিজের অ্যাস্টল্ট রাইফলেটি ফেলে সেসময় ঘটনাস্থল থেকে পালিয়ে যান হামলাকারী। গুয়াদালুপে কাউন্টির কাছে দুর্গটনায় পড়ে কেলির গাড়িটি। পরে গাড়ি থেকে হামলাকারীর দেহ উদ্ধার হয়।
টেক্সাসে গির্জায় হামলা: হামলাকারী মার্কিন বায়ুসেনায় কর্মী ছিলেন, স্ত্রী-সন্তানের হেনস্থায় কোর্ট-মার্শাল করা হয়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Nov 2017 02:23 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -