কপ্টার দুর্ঘটনায় নিহত সৌদির রাজপুত্র, জানাচ্ছে সে দেশের সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Nov 2017 11:53 AM (IST)
রিয়াধ: মরু রাষ্ট্রে কি ঝড়ের হাতছানি? ১১ জন রাজপুত্রকে গ্রেফতারির রেশ কাটতে না কাটতেই এবার হেলিকপ্টার দুর্ঘটনায় সৌদি আরবের অত্যন্ত প্রভাবশালী রাজপুত্র মনসুর বিন মুকরিনের মৃত্যু হয়েছে বলে ঘোষণা করল দেশের সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম। জানা গিয়েছে, ওই বিমানে তিনি ছাড়াও বেশ কয়েকজন প্রভাবশালী সরকারি আধিকারিক ছিলেন। সৌদির দক্ষিণে যুদ্ধবিদীর্ণ ইয়েমেন সীমান্তে ঘটেছে এই দুর্ঘটনা। মুকরিন আসির প্রদেশের ডেপুটি গভর্নর থাকার পাশাপাশি সৌদির এক প্রাক্তন যুবরাজের ছেলেও। একইসঙ্গে তিনি বর্তমান যুবরাজ সলমনের আদালতের অন্যতম উপদেষ্টা, দুটি মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে, পদমর্যাদায় মন্ত্রিস্থানীয় তিনি। যদিও ঠিক কীভাবে কপ্টারটি দুর্ঘটনায় পড়ল সে ব্যাপারে কিছু বলেনি সংবাদমাধ্যম। কপ্টারের অন্যান্য যাত্রীর কী হল তাও স্পষ্ট নয়। সৌদির বর্তমান যুবরাজ সলমন নিজের ক্ষমতা নিরঙ্কুশ করতে ১১ জন রাজপুত্র, মন্ত্রী, আধিকারিকদের একসঙ্গে জেলে পুরে দিয়েছেন। এঁদের মধ্যে রয়েছেন কোটি কোটিপতি শিল্পপতি আলওয়ালিদ বিন তালাল। ৮১ বছরের বৃদ্ধ রাজা সলমনের কাছ থেকে বিনা ঝঞ্ঝাটে ক্ষমতা দখলের জন্য তিনি এভাবে সব প্রতিদ্বন্দ্বীদের জেলবন্দি করেছেন বলে অভিযোগ উঠেছে।