নয়াদিল্লি: সম্প্রতি ফেসবুকে সাংঘাইস্ট নামের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে একটি শিশু কীভাবে নিজের পছন্দের গান শুনতে শুনতে রকস্টারের মতোই খাবার খেয়ে নিচ্ছে।

ভিডিওতে দেখা যাচ্ছে একটি মিষ্টি চিনা বাচ্চার সামনে প্লেটে যা খেতে দেওয়া হয়েছে, তাই সে অদীর আগ্রহে খেয়ে চলেছে। গানটা যতক্ষন চলেছে ততক্ষণ খেয়েছে সেই শিশু।

দেখুন ভিডিওতে সেই শিশুটির কাণ্ড

https://www.facebook.com/HongKongGoodNews/videos/1122686564471945/