প্যারিস: করদাতাদের অর্থে বিলাসবহুল জীবনযাপনের অভিযোগ ওঠায় পদত্যাগ করলেন ফরাসি মন্ত্রিসভার দ্বিতীয় প্রধান ফ্রাঁসোয়া দে রুজি। তিনি ফেসবুক পোস্টে জানিয়েছেন, নিজের ও পরিবারের সম্মানের কথা ভেবে প্রধানমন্ত্রী এডুয়ার্ড ফিলিপের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন।
কিছুদিন আগে একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, ফরাসি পার্লামেন্টের নিম্নকক্ষের প্রেসিডেন্ট থাকাকালীন ফ্রাঁসোয়া ও তাঁর স্ত্রী বন্ধুদের জন্য নৈশভোজের আয়োজন করেছিলেন। গত বছরের সেপ্টেম্বরে পরিবেশ মন্ত্রী হওয়ার পর সরকারি বাসভবন নতুন করে সাজানোর জন্য ৬০ হাজার ইউরো খরচেরও অভিযোগ উঠেছে ফ্রাঁসোয়ার বিরুদ্ধে। এই খবর প্রকাশিত হওয়ার পর থেকেই তাঁর তীব্র সমালোচনা করছেন ফ্রান্সের মানুষ। ফরাসি প্রধানমন্ত্রীও নড়েচড়ে বসেছেন। গত সপ্তাহে তিনি ফ্রাঁসোয়াকে ডেকে পাঠান। পরিবেশমন্ত্রীর বিরুদ্ধে তদন্তের নির্দেশও দেন ফরাসি প্রধানমন্ত্রী। এরপরেই পদত্যাগ করলেন ফ্রাঁসোয়া।
করদাতাদের অর্থে বিলাসবহুল জীবনযাপনের অভিযোগ, ফ্রান্সের মন্ত্রীর ইস্তফা
Web Desk, ABP Ananda
Updated at:
16 Jul 2019 09:33 PM (IST)
কিছুদিন আগে একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, ফরাসি পার্লামেন্টের নিম্নকক্ষের প্রেসিডেন্ট থাকাকালীন ফ্রাঁসোয়া ও তাঁর স্ত্রী বন্ধুদের জন্য নৈশভোজের আয়োজন করেছিলেন
ছবি সৌজন্যে ফেসবুক
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -