ওয়াশিংটন: পবিত্র রমজান মাসে এতদিন হোয়াইট হাউসে ঈদ উপলক্ষ্যে ইফতার পার্টি হয়ে এসেছে। এবার ব্যতিক্রম। আগের প্রেসিডেন্টরা মুসলিমদের ইফতার পার্টিতে আমন্ত্রণ জানালেও সেই রীতির বাইরে হাঁটলেন ডোনাল্ড ট্রাম্প। ইফতারের অনুষ্ঠান হল না হোয়াইট হাউসে।


রবিবারই বেশিরভাগ মুসলিম দেশে পালিত হয়েছে ঈদ।

শনিবার অবশ্য বিবৃতি দিয়ে ট্রাম্প জানিয়েছিলেন, মুসলিমরা ঈদের খুশি উপভোগ করবেন, মার্কিন জনগণের তরফে তাঁদের উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছেন তিনি ও তাঁর স্ত্রী মেলানিয়া। বলেছিলেন, এই ছুটির অবকাশে ক্ষমা, সহানুভূতি, শুভ কামনার গুরুত্ব ফের উপলব্ধি করতে পারি আমরা।

কেন ইফতারের আয়োজন করছেন না ট্রাম্প, প্রশ্ন করা হলে তাঁর কারণ জানা নেই, বলেন হোয়াইট হাউসের মুখপাত্র সিন স্পাইসার।

বিদেশসচিব রেক্স টিলারসনও আগের সচিবদের উল্টো পথে হেঁটে ইফতারের আয়োজন করতে চাননি, যদিও ঈদ উপলক্ষ্যে লিখিত শুভেচ্ছা বিবৃতি দিয়েছেন।

গত বছর প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা পবিত্র রমজান মাস উদযাপনে রিসেপশনের আয়োজন করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, মুসলিমদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হলে পশ্চিমী দুনিয়ার সঙ্গে তাঁদের ধর্মের সংঘাত চলছে, এই মিথ্যাই জোরদার হবে।

ট্রাম্প ক্ষমতায় এসেই বেআইনি অভিবাসন রোখার লক্ষ্যে ৬টি মুসলিম সংখ্যগরিষ্ঠ দেশ থেকে আমেরিকায় প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেন। গতকালই মার্কিন সুপ্রিম কোর্ট অক্টোবরে পূর্ণাঙ্গ শুনানি পর্যন্ত তা আংশিক বহাল রেখেছে। ট্রাম্পের যুক্তি, আমেরিকাকে সম্ভাব্য সন্ত্রাসবাদী হামলা থেকে বাঁচাতে ওই নিষেধাজ্ঞা জরুরি, যদিও ট্রাম্পের সমালোচকদের অভিযোগ, মুসলিম বিদ্বেষ থেকেই ওই নিষেধাজ্ঞা, ফেডেরাল আইন, সংবিধান লঙ্ঘন করেছেন প্রেসিডেন্ট।