ওয়াশিংটন: ২০০৫ সালে ১৫০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অর্থ উপার্জন করে ৩৮ মিলিয়ন মার্কিন ডলার কর দিয়েছিলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ এমনই জানাল হোয়াইট হাউস। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে ট্রাম্পের আয়কর সংক্রান্ত তথ্য ফাঁস হয়ে যায়। এরপর বিতর্ক শুরু হওয়াতেই সরকারিভাবে মার্কিন প্রেসিডেন্টের কর সংক্রান্ত তথ্য প্রকাশ করল হোয়াইট হাউস।

ডেমোক্রেটিকদের পাশাপাশি রিপাবলিকান পার্টির সদস্যদের একাংশও গত কয়েক মাস ধরে ট্রাম্পের আয়কর সংক্রান্ত তথ্য প্রকাশ করার দাবি জানিয়ে আসছে। এরই মধ্যে টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানের উপস্থাপক ট্রাম্পের আয়কর সংক্রান্ত তথ্য প্রকাশ করায় বিতর্ক তুঙ্গে উঠেছে। সেই কারণেই হোয়াইট হাউসের এই পদক্ষেপ।

ট্রাম্পের আয়কর সংক্রান্ত তথ্য ফাঁস হওয়াকে বেআইনি ঘটনা বলে দাবি করেছে হোয়াইট হাউস। এক বিবৃতিতে সংবাদমাধ্যমকে তোপ দেগে বলা হয়েছে, আইনভঙ্গ করে এক দশক আগের আয়কর নিয়ে খবর লেখা হচ্ছে। অসৎ সংবাদমাধ্যম প্রেসিডেন্টের আয়কর নিয়ে প্রচার চালিয়ে যেতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের স্বার্থে কর কাঠামো সংস্কারের কাজ করবেন।

সাম্প্রতিক অতীতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম বড়মাপের প্রার্থী হিসেবে আয়কর সংক্রান্ত তথ্য প্রকাশ করতে রাজি হননি ট্রাম্প। তিনি বলেছিলেন, অডিট সম্পূর্ণ হলে তবেই আয়কর সংক্রান্ত তথ্য প্রকাশ করবেন। স্বার্থের সংঘাত হয়েছে কি না, তা যাচাই করার জন্য ট্রাম্পের আয়কর সংক্রান্ত তথ্য প্রকাশের দাবিতে স্মারকলিপিতে স্বাক্ষর করেন লক্ষাধিক মানুষ। এই বিতর্ক থামানোর লক্ষ্যেই তথ্য প্রকাশ করল হোয়াইট হাউস।