ইসলামাবাদ: গিলগিট-বালটিস্তানকে পাঁচ নম্বর প্রদেশের স্বীকৃতি দিচ্ছে পাকিস্তান? তেমনই ভাবনাচিন্তা চলছে বলে খবর। বর্তমানে পাকিস্তানে প্রদেশ চারটি। বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া, পঞ্জাব ও সিন্ধ।
বৈদেশিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা সরতাজ আজিজের নেতৃত্বাধীন একটি কমিটি গিলগিট-বালটিস্তানকে প্রদেশের মর্যাদা দেওয়ার সুপারিশ করেছে বলে জানিয়েছেন পাকিস্তানের আন্তঃপ্রাদেশিক সমন্বয় সংক্রান্ত মন্ত্রী রিয়াজ হুসেন পিরজাদা।
গিলগিট-বালটিস্তানকে পাকিস্তানে পৃথক ভৌগোলিক অঞ্চল হিসাবে দেখা হয়। সেখানে আলাদা অ্যাসেম্বলি আছে, নির্বাচিত মুখ্যমন্ত্রীও আছেন একজন। ৪৬ বিলিয়ন মার্কিন ডলার অর্থমূল্যের চিন, পাকিস্তান অর্থনৈতিক করিডরও (সিপিইসি) গিয়েছে ওই জায়গার ভিতর দিয়েই।
পর্যবেক্ষক মহলের ধারণা, পাকিস্তানে গিলগিট-বালটিস্তানের স্ট্যাটাস বা মর্যাদা কী, সেই বিষয়টি অমীমাংসিত থাকায় চিন উদ্বিগ্ন। তাদের চাপেই পৃথক প্রদেশের মর্যাদা দেওয়া হচ্ছে গিলগিট-বালটিস্তানকে। এজন্য পাক সংবিধানে সংশোধন করা হবে বলেও জানিয়েছেন পিরজাদা।
তবে যেহেতু গিলগিট-বালটিস্তান একেবারে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের গায়েই, ফলে ওই ভূখন্ডকে আলাদা প্রদেশের মর্যাদা দেওয়া হলে অস্বস্তি বাড়তে পারে ভারতের।
এর আগে পাক সংবাদপত্র ডন-এ এক প্রতিবেদনে বলা হয়, চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডরকে আইনি সুরক্ষা দেওয়ার জন্য ওই এলাকার সাংবিধানিক মর্যাদা বাড়ানোর কথা ভাবা হচ্ছে। বিশেষজ্ঞদের উদ্ধৃত করে পাক সংবাদপত্রটিতে এও বলা হয়, গিলগিট-বালটিস্তানকে প্রদেশের মর্যাদা দেওয়া হলে গোটা কাশ্মীর অঞ্চলের ভবিষ্যত্ চেহারা নিয়ে পাকিস্তানের অবস্থানেও বড়সড় বদল হতে পারে।