ওয়াশিংটন: আগামী ৬০ দিনের জন্য অভিবাসন বন্ধের জন্য প্রশাসনিক নির্দেশ জারি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনাভাইরাসের প্রাদুর্ভাবজনিত পরিস্থিতিতে কাজ হারানো আমেরিকার নাগরিকদের চাকরির সুরক্ষার জন্য এই পদক্ষেপ নিলেন ট্রাম্প।
যাঁরা আমেরিকায় কর্মসংস্থানের জন্য আইনিভাবে আমেরিকায় আসতে চাইছেন, তাঁদের ক্ষেত্রে অভিবাসনে সাময়িক স্থগিতাদেশ প্রভাব ফেলবে। ইতিমধ্যেই যাঁরা আমেরিকায় রয়েছেন, তাঁদের ক্ষেত্রে এর প্রভাব পড়বে না বলে নির্দেশিকায় জানানো হয়েছে।
হোয়াইট হাউসে দৈনিক প্রেস ব্রিফিং-এ ইমিগ্রেশন (অভিবাসন) বন্ধের এই নির্দেশের কথা জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, এটি খুবই শক্তিশালী নির্দেশ। প্রেস ব্রিফিংয়ে আসার আগেই তিনি নির্দেশিকায় স্বাক্ষর করেছেন বলে জানিয়েছেন ট্রাম্প।
ট্রাম্পের দাবি, ইমিগ্রেশনে এই স্থগিতাদেশ লকডাউন কাটিয়ে আমেরিকার পরিস্থিতি স্বাভাবিক হলে কাজের লাইনে মার্কিন নাগরিকরাই যাতে সবার আগে থাকেন, তা নিশ্চিত করবে। ভাইরাজজনিত পরিস্থিতিতে কাজ হারানো আমেরিকানদের পরিবর্তে বিদেশ থেকে শ্রমিক উড়িয়ে আনা হলে, তা একেবারেই সঙ্গত নয়।
এ সংক্রান্ত প্রশাসনিক নির্দেশের প্রতিলিপি প্রকাশ করেছে হোয়াইট হাউস। এতে বলা হয়েছে, আমেরিকার বাইরে বিদেশী নাগরিকদের জন্য এই ধারা প্রযোজ্য, যাঁদের ঘোষণার দিন পর্যন্ত ইমিগ্রেশন ভিসা নেই।
যাঁদের নির্দেশ ঘোষণার দিন পর্যন্ত বৈধ ভিসা ছাড়া অন্য কোনও সফর সংক্রান্ত নথি নেই এবং এই তারিখের পরে যাঁরা আমেরিকায় প্রবেশের অনুমতি পেয়েছেন, তাঁদের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য হবে।
তবে যে সমস্ত বিদেশি নাগরিক ইতিমধ্যেই আমেরিকার গ্রিন কার্ডে রয়েছেন, তাঁদের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য হবে না। স্বাস্থ্যকর্মী ও লগ্নি তালিকায় বৈধ স্থায়ী বাসিন্দা হিসেবে আমেরিকায় থাকতে চাইছেন, তাঁদের ক্ষেত্রে ছাড় রয়েছে।